ব্যাঙ্কে ফিরছে না টাকা, এটিএম তাই ফাঁকা

ব্যাঙ্কে ফিরছে না টাকাব্যাঙ্কে ফিরছে না টাকা

জাস্ট দুনিয়া ডেস্ক: কয়েক দিন ধরেই দেশের বেশির ভাগ রাজ্যের এটিএমগুলো প্রায় ফাঁকা। ব্যাঙ্কে ফিরছে না টাকা, কারণ হিসাবে বুধবার এটাই জানানো হয়েছে। আর সে কারণেই সমস্যা হচ্ছে।

উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক-সহ প্রায় ১২টি রাজ্যে গত কয়েক দিন ধরেই এটিএম থেকে টাকা মিলছে না বলে অভিযোগ আসছিল। মঙ্গলবার সেই সমস্যা চূড়ান্ত আকার নেয়। কার্যত স্তব্ধ হয়ে যায় এটিএম পরিষেবা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন, সমস্যা সাময়িক। কারণ, বাজার এবং ব্যাঙ্কে টাকার প্রয়োজনীয় জোগান রয়েছে। খুব শিগ্গিরি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

যে পরিমাণ টাকা জমা পড়ছে, তার কয়েক গুণ বেশি টাকা এটিএম থেকে তুলে নেওয়া হচ্ছে। ফলে, জোগান এবং চাহিদার মধ্যে গরমিল থেকে যাচ্ছে।

কিন্তু এ দিন বিভিন্ন ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তাদের বেশির ভাগ শাখায় যে পরিমাণ টাকা জমা পড়ছে, তার কয়েক গুণ বেশি টাকা এটিএম থেকে তুলে নেওয়া হচ্ছে। ফলে, জোগান এবং চাহিদার মধ্যে গরমিল থেকে যাচ্ছে। আর সেই গরমিল মেলাতে না পেরেই এটিএমে ঘাটতি দেখা দিয়েছে।

একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এক আধিকারিক জানিয়েছেন, প্রতি এটিএমে চারটি করে খাপ থেকে। সব মিলিয়ে সেখানে ৬৫ লাখ টাকা ধরে। তার মধ্যে একটি কাপে ২ হাজার টাকার নোট, দু’টি খাপে ৫০০ টাকার নোট এবং একটি কাপে ১০০ টাকার নোট থাকে। কিন্তু, টাকার জোগান না থাকায় তার বেশির ভাগ খাপই ফাঁকা থেকে যাচ্ছে। সব থেকে সমস্যা হয়েছে ২ হাজার টাকার নোট নিয়ে। কারণ, ওই ১২ রাজ্যে প্রায় কোনও গ্রাহরই নাকি ব্যাঙ্কে ২ হাজার টাকার নোট জমা দিচ্ছেন না। সে কারণেই এটিএমে টাকা সরবরাহ করা যাচ্ছে না।

ফাঁকা এটিএম হাতড়ে বেড়াচ্ছে আমজনতা

তবে এ দিন জানা গিয়েছে, সমস্যা কাটাতে অন্য রাজ্য থেকে টাকা নিয়ে ওই রাজ্যগুলির এটিএমে জমা করা হবে। ফলে, আগামিকাল থেকে সমস্যার সমাধান হতে পারে। জেটলি যদিও সে দিন দাবি করেছিলেন, টাকার জোগান সব ঠিকঠাকই আছে। বাজার এবং ব্যাঙ্কে টাকার অভাব নেই। কিন্তু ব্যাঙ্কে যে টাকা জমা পড়ছে না, সে কথা অর্থ মন্ত্রক জানত না? অর্থ মন্ত্রকের এক কর্তা জানাচ্ছেন, এই চাহিদা এবং জোগানের ফারাকের কথা তাঁদের জানা ছিল না। তবে, সমস্যা কোথায় সেটা জানা গিয়েছে। তাই তার সমাধানও এখন সহজ।