শিক্ষক নিয়োগ রাজ্যে, পুজোর আগে সাড়ে ২৪ এবং পড়ে ৭ হাজার

কোভিড বিধি-নিষেধ

জাস্ট দুনিয়া ব্যুরো: শিক্ষক নিয়োগ রাজ্যে এবং সেটা বেশ বড় আকাড়েই। সোমবার বিকেলেই  স্কুল সার্ভিস কমিশনের ওয়েব সাইটে ইন্টাভিউয়ের তালিকা প্রকাশ করা হবে। এদিন তার আগে সাংবাদিক সম্মেলনে শিক্ষক নিয়োগের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে ১৪ হাজার আপার প্রাইমারি ও সাড়ে ১০ হাজার প্রাইমারি শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। পুজোর পর আরও সাড়ে ৭ হাজার প্রাইমারি শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে।

তিনি বলেন, ‘‘আদালতে মামলা চলছিল বলেই এতদিন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। এবার সে সব মিটেছে এবং পুজোর আগে ও পড়ে নিয়োগ প্রক্রিয়া চলবে। কারও কাছে লবি করার দরকার নেই। মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ করা হবে। মেধাই হবে তাঁর পরিচয়।’’

শুনে নিন আর কী কী বললেন মুখ্যমন্ত্রী-

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)