কোভিড বিধি-নিষেধ থাকছেই, ১ জুলাই থেকে চলবে সরকারি-বেসরকারি বাস

কোভিড বিধি-নিষেধ

জাস্ট দুনিয়া ব্যুরো: কোভিড বিধি-নিষেধ এখনই উঠছে না। তবে ১ জুলাই থেকে কিছু কিছু বিষয়ে শিথিলতা আনা হচ্ছে। লোকাল ট্রেন যে চালু হবে না তা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মেট্রোও খুলছে না সাধারণের জন্য। তবে শুরু হচ্ছে বাস চলাচল। সরকারি ও বেসরকারি বাস চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। তবে এই নিয়ম কতটা মানা সম্ভব হবে তা সময়ই বলবে। প্রথম ঢেউয়ের সময় লকডাউনে বাস চলাচল শুরু হওয়ার পর সেই একই ভিড় চোখে পড়েছিল।

৩০ জুন শেষ হচ্ছে লকডাউনের সময়সীমা। তবে এখনই যে পুরোপুরি বাংলাকে মুক্ত করে দেওয়া হবে তা আগাম বুঝিয়ে দিয়েছিল প্রশাসন। কারণ তৃতীয় ঢেউয়ের আগাম সতর্কতা রয়েছে। সেটা যেন বাংলার উপর কোনওভাবে ভয়াবহ প্রভাব না ফেলতে পারে সে কারণেই এই কঠোরতা। এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। কমেছে পজিটিভিটি রেট। তবে এখনই সব ছাড় দেওয়া যাবে না। কিছু অনুরোধের ভিত্তিতে কিছু বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে। তবে কোভিড বিধি মেনে চলতে হবে সবাইকে।’’

আপাতত ১৫ জুলাই পর্যন্ত থাকছে কোভিড সংক্রান্ত বিধি নিষেধ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় বেরনো যাবে না। লোকাল ট্রেন বন্ধ, মেট্রো চলাচল জরুরী কাজের সঙ্গে যুক্তদের জন্যই থাকবে। খুলছে বিউটি পার্লার, সেলুন। বাজার খোলার সময় আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে বাজার। অন্য দোকান কোলা থাকবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খুলছে জিম। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন উপস্থিত থাকবে। রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ২০ জন উপস্থিত হতে পারবেন। শুনে নিন আর কী কী জানালেন মুখ্যমন্ত্রী…

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)