রাজ্যপাল জগদীপ ধনখড় শিলিগুড়িতে, বিঁধলেন রাজ্য সরকারকে

রাজ্যপাল জগদীপ ধনখড়রাজ্যপাল জগদীপ ধনখড়

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকারের বিরুদ্ধে এ বার মুখ খুললেন। যা শুনে প্রতিক্রিয়া দিল শাসকদলও।

মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে তাঁর মন্তব্য, ‘‘রাজ্যে এখন লিউকওয়ার্ম পরিবেশ চলছে। আমি রাজনৈতিক সার্কাস করতে আসিনি। আমার অবস্থান সাংবিধানিক। সংবিধান মেনেই আমি কাজ করছি। কোনও রাজনৈতিক বাধ্যবাধকতা আমার নেই।’’

এই সংক্রান্ত  আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে

এ দিন বিকেলে রাজ্যপালের ওই মন্তব্য সরাসরি সম্প্রচারিত হয় টিভিতে। পরে রাতেই তৃণমূলের তরফে বক্তব্য জানানো হয়। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপাল স্পষ্ট করে দিয়েছেন, তিনি নিরপেক্ষ নন।

আগে থেকেই রাজভবন সূত্রে জানানো হয়েছিল, রাজ্যপাল এ দিন শিলিগুড়ি যাবেন। সেখানে তিনি দার্জিলিং জেলার সাংসদ, বিধায়ক, শিলিগুড়ির মেয়র ও মহকুমা পরিষদের সভাধিপতিদের সঙ্গে দেখা করবেন। পরে করবেন সাংবাদিক বৈঠকও। কিন্তু সাংসদ বা মেয়র হাজির থাকলেও শাসক দলের কোনও ‌প্রতিনিধিকে ওই বৈঠকে দেখা যায়নি। রাজ্যপাল সে প্রসঙ্গে জানান, ‘‘অন্য কর্মসূচির জন্য তাঁরা আসতে পারেননি বলে শুনেছি। আমি প্রোটোকলকে খুব গুরুত্ব দিই না। আশা করি, পরের বার এমন হবে না।’’

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

এ দিন সাংবাদিক বৈঠকে রাজ্যপালকে বলতে শোনা যায়, ‘‘আমি কপিবুক রাজ্যপাল। সংবিধানকে রক্ষা করা এবং পশ্চিমবঙ্গের মানুষকে সেবা করার শপথ নিয়ে রাজ্যপাল হয়েছি। এটা অক্ষরে অক্ষরে পালন করব।’’

রাতে তৃণমূলের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়, সেখানে পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘‘চেয়ারে বসার ১৫ দিনের মধ্যেই রাজ্যপাল সরকার ও সরকারি আধিকারিকদের নিয়ে পক্ষপাতদুষ্ট মন্তব্য করেছেন। রাজ্য সরকার নির্বাচিত। কিন্তু রাজ্যপাল মনোনীত পদ।’’