ডিসচার্জ রেট বাড়ল রাজ্যে, নতুন করে করোনা আক্রান্ত ৩৭০, এক দিনে মৃত ১১

ডিসচার্জ রেট বাড়ল রাজ্যে

জাস্ট দুনিয়া ব্যুরো: ডিসচার্জ রেট বাড়ল রাজ্যে , নতুন করে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন ৩৭০ জন। ১১ জন মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায়।

রাজ্যে সুস্থতার হার আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩১ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত ৯ হাজার ২১৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ওই বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে সুস্থতার হার (ডিসচার্জ রেট) ৬২.৫৮ শতাংশ। রাজ্যে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭২৮ জন।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যে কোভিড-১৯ টেস্টের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৪২৩টি। মোট কোভিড-১৯ টেস্ট হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ২৭৭টি। রাজ্যে ল্যাবরেটরির সংখ্যা বেড়ে হয়েছে ৪৯। ৭৭টি সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা চলছে। বেসরকারি হাসপাতালের সংখ্যা ২৪টি।

কলকাতায় মোট আক্রান্ত এ বার পাঁচ হাজার ছোঁওয়ার পথে। শহরে মারা গিয়েছেন ৩৩৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩ জন। হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে।

(করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)