বাংলায় করোনা: এক দিনে মৃত ১৫, মোট মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

বাংলায় করোনাবাংলায় করোনা

জাস্ট দুনিয়া ডেস্ক: বাংলায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেলেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬০৬ পৌঁছল।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৭৫ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত সংখ্যাটা ১৫ হাজার ৬৪৮। এর মধ্যে সক্রিয় আক্রান্ত এই মুহূর্তে ৪ হাজার ৮৫২।

(করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন)

স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে সুস্থতার হারও বেড়েছে। এ দিনের বুলেটিন অনুযায়ী, সেই হার ৬৫.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৮৮ জন। এখনও পর্যন্ত ১০ হাজার ১৯০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যে কোভিড-১৯ টেস্টের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৪৯২টি। মোট কোভিড-১৯ টেস্ট হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২৫৮টি। রাজ্যে ল্যাবরেটরির সংখ্যা বেড়ে হয়েছে ৫০। ৭৮টি সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা চলছে। বেসরকারি হাসপাতালের সংখ্যা ২৫টি।

কলকাতায় মোট আক্রান্তের সংখ্যাও এ দিন পাঁচ হাজার ছাড়িয়েছে। বুলেটিন অনুযায়ী, ৫ হাজার ১৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন মহানগরে। এখনও সক্রিয় করোনা আক্রান্ত রয়েছে ১ হাজার ৮৫৪ জন।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)