রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেল, এক দিনে ৬৫২ জন!

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা

জাস্ট দুনিয়া ব্যুরো: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫২ জন। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫৯-এ।

মৃতের সংখ্যাও ক্রমাগত বাড়ছে এ রাজ্যে। গত ২৪ ঘণ্টাতেই মারা গিয়েছেন ১৫ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৬৬৮ জন মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে। গত ২৪ ঘণ্টায় যে ১৫ জন মারা গিয়েছেন, তার মধ্যে ৭ জনই কলকাতার। হাওড়া ও উত্তর ২৪ পরগনায় ২ জন করে এবং দার্জিলিং-বীরভূম-বাঁকুড়া-হুগলিতে এক জন করে করোনা আক্রান্ত মারা গিয়েছেন।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত বঙ্গে সুস্থতার হার ৬৫.৩৫ শতাংশ। সব মিলিয়ে ১২ হাজার ১৩০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৬১।

দৈনিক কোভিড-১৯ পরীক্ষার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে রাজ্যে। ওই বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৬১৯টি। সব মিলিয়ে এখনও পর্যন্ত টেস্ট হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯টি।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৫৯।

গত ২৪ ঘণ্টাতে মারা গিয়েছেন ১৫ জন।

এখনও পর্যন্ত ৬৬৮ জন মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে।

গত ২৪ ঘণ্টায় যে ১৫ জন মারা গিয়েছেন, তার মধ্যে ৭ জনই কলকাতার।

হাওড়া ও উত্তর ২৪ পরগনায় ২ জন করে এবং দার্জিলিং-বীরভূম-বাঁকুড়া-হুগলিতে এক জন করে করোনা আক্রান্ত মারা গিয়েছেন।

এখনও পর্যন্ত বঙ্গে সুস্থতার হার ৬৫.৩৫ শতাংশ।

সব মিলিয়ে ১২ হাজার ১৩০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৬১।

গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৬১৯টি।

সব মিলিয়ে এখনও পর্যন্ত টেস্ট হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯টি।