রাজ্যে ফের সম্পূর্ণ লকডাউন ঘোষণা নবান্নের, আপাতত সপ্তাহে দু’দিন

আলাপন মামলা মুলতুবিআলাপন বন্দ্যোপাধ্যায়

জাস্ট দুনিয়ে ব্যুরো: রাজ্যে ফের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল নবান্ন। আপাতত সপ্তাহে দু’দিন ওই লকডাউন চলবে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই লকডাউনের কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

চলতি সপ্তাহে আগামী বৃহস্পতি অর্থাৎ ২৩ জুলাই এবং শনিবার অর্থাৎ ২৫ জুলাই সম্পূর্ণ লকডাউন হবে রাজ্যে। পরের সপ্তাহে লকডাউনের দিন ঠিক করা হয়েছে ২৯ জুলাই অর্থাৎ বুধবার। ওই সপ্তাহের দ্বিতীয় লকডাউনের দিন ঘোষণা করা হবে আগামী সোমবার। এমনটাই জানিয়েছেন আলাপন।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি জানান, রাজ্যে কিছু গোষ্ঠী সংক্রমণের ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতেই করোনা রুখতে সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

কোভিড চিকিৎসায় রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে এ দিন চারটি হেল্পলাইন নম্বরের কথা ঘোষণা করেন স্বরাষ্ট্রসচিব। সেই চারটি নম্বর হল: ১৮০০-৩১৩৪৪৪২২২, ০৩৩-২৩৪১২৬০০, ০৩৩-২৩৫৭৬০০১ এবং ০৩৩-৪০৯০২৯।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)