রেকর্ড করোনা আক্রান্ত রাজ্যে এক দিনে, সব মিলিয়ে ৩৬ হাজার পার

জাস্ট দুনিয়া ব্যুরো: রেকর্ড করোনা আক্রান্ত রাজ্যে এক দিনে, সব মিলিয়ে ৩৬ হাজার পার। রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যাটা পৌঁছেছে ৩৬ হাজার ১১৭-য়। এখনও পর্যন্ত ১ হাজার ২৩ জন মারা গিয়েছেন করোনায়। গত ২৪ ঘণ্টাতেই মারা গিয়েছেন ২৩ জন।

প্রচুর মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি রাজ্যে সুস্থতার হারও কিন্তু কমছে। এ দিনের বুলেটিন অনুযায়ী, শতাংশের হিসেবে সংখ্যাটা ৫৯.২৯। গত কয়েক দিনে এই হার বেশ খানিকটা কমে গিয়েছে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৪১৫ জন। তার মধ্যে গত ২৪ ঘন্টাতেই ছাড়া পেয়েছেন ৭৩৫ জন। এখনও সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৭৯। তার মধ্যে কলকাতারই রয়েছেন ৪ হাজার ৫১২ জন।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

গত ২৪ ঘণ্টায় যে ২০ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কলকাতার ১২ বাসিন্দা রয়েছেন। উত্তর ২৪ পরগনাতেও মারা গিয়েছেন ৭ জন। একই সঙ্গে হুগলিতে ২, হাওড়া ও দার্জিলিঙে ১ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন। রেকর্ড করোনা আক্রান্ত রাজ্যে, তাই প্রশাসন অত্যন্ত কড়া ভাবে বিভিন্ন জায়গায় ফের লকডাউন কারযকর করেছে।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে মোট ৬ লক্ষ ৬৩ হাজার ১০৮টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৮০টি টেস্ট হয়েছে। এ রাজ্যে ৫৮২টি সরকারি কোয়রান্টিন কেন্দ্র রয়েছে। সরকারি কোয়রান্টিন কেন্দ্র থেকে এখনও পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৬০০ জনকে ছাড়া হয়েছে। পাশাপাশি, ওই কেন্দ্রগুলিতে এখনও ৪ হাজার ২৭ জন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

এক নজরে

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যাটা পৌঁছেছে ৩৬ হাজার ১১৭-য়।

এখনও পর্যন্ত ১ হাজার ২৩ জন মারা গিয়েছেন করোনায়।

গত ২৪ ঘণ্টাতেই মারা গিয়েছেন ২৩ জন।

রাজ্যে সুস্থতার হার ৫৯.২৯ শতাংশ।

রেকর্ড করোনা আক্রান্ত রাজ্যে

এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৪১৫ জন।

তার মধ্যে গত ২৪ ঘন্টাতেই ছাড়া পেয়েছেন ৭৩৫ জন।

এখনও সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৭৯।

তার মধ্যে কলকাতারই রয়েছেন ৪ হাজার ৫১২ জন।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

গত ২৪ ঘণ্টায় যে ২০ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কলকাতার ১২ বাসিন্দা রয়েছেন।

উত্তর ২৪ পরগনাতেও মারা গিয়েছেন ৭ জন।

একই সঙ্গে হুগলিতে ২, হাওড়া ও দার্জিলিঙে ১ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে মোট ৬ লক্ষ ৬৩ হাজার ১০৮টি।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৮০টি টেস্ট হয়েছে।