রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন রাজীব সিন্‌হা, স্বরাষ্ট্র থাকছে আলাপনের হাতেই

রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন রাজীব সিন্‌হারাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন রাজীব সিন্‌হা

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন রাজীব সিন্‌হা, বর্তমানে তিনি স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলাচ্ছেন। বৃহস্পতিবার রাজ্যের আমলা স্তরে রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন এই সংক্রান্ত একটি নির্দেশনামা প্রকাশিত হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার বর্তমান মুখ্যসচিব মলয় দে অবসর নিচ্ছেন। ওই দিনই দায়িত্ব নেবেন রাজীব। ১৯৮৬ ব্যাচের আইএএস রাজীব সিন্‌হা কোচবিহারের জেলাশাসক ছিলেন। কাজ করেছেন কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের প্রধান হিসাবে। ইউনিসেফ-এর প্রকল্পেও বেশ কয়েক বছর কাটিয়ে এসেছিলেন। পরবর্তী কালে রাজ্যের শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্বাস্থ্য দফতরের সচিব হিসেবেও কাজ করেছেন।

বাংলার আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

আলাপন বন্দ্যোপাধ্যায়ই থাকছে‌ন স্বরাষ্ট্রসচিব। একই সঙ্গে তাঁর হাতেই থাকছে পরিষদীয়, শিল্প বাণিজ্য এবং ক্ষুদ্র ও ছোট শিল্প দফতরের দায়িত্ব।

নতুন স্বাস্থ্যসচিব হচ্ছেন সঙ্ঘমিত্রা ঘোষ। তিনি ছিলেন শিশু, নারী ও সমাজকল্যাণ দফতরে।

নবীন প্রকাশ সেচের সঙ্গে পাচ্ছেন পূর্ত দফতরের দায়িত্ব।

পূর্ত থেকে অর্ণব রায় যাচ্ছেন কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের দায়িত্বে।

কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের সচিব প্রভাতকুমার মিশ্র পরিবেশের সঙ্গে জলসম্পদ দফতরের দায়িত্ব পাচ্ছেন।

যুব ও ক্রীড়া দফতরের দায়িত্ব পাচ্ছেন ছোটেন ডি লামা।

এস কিশোর যাচ্ছেন মৎস্য দফতরে।

হৃদেশ মোহন সুন্দরবন উন্নয়ন দফতরের নতুন সচিব হচ্ছেন।

সঙ্ঘমিত্রা ঘোষ ছিলেন শিশু, নারী ও সমাজকল্যাণ দফতরে। সেখানে নতুন সচিব হবেন বিনোদ কুমার।

সুব্রত বিশ্বাস যাচ্ছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন সচিব হয়ে।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)