একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে মমতা: ‘‘গুজরাত না, বাংলাকে শাসন করবে বাংলা’’

একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা

জাস্ট দুনিয়া ব্যুরো: একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে এ বছর ভাষণ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই মমতা ডাক দিলেন, ‘‘একুশে জুলাই দিচ্ছে ডাক, বিজেপি বাংলা থেকে বিদায় যাক।’’

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার দুপুর ঠিক দুটোয় কালীঘাটের বাড়ির দফতর থেকে একুশে জুলাইয়ের সভা শুরু হয়। করোনা-পরিস্থিতির কারণে ধর্মতলায় ২১ জুলাইয়ের জমায়েত হয়নি এ বার। তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কন্টেনমেন্ট এলাকা ছাড়া রাজ্যের সমস্ত বুথে এ দিন বেলা ১টায় দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পতাকা তুলে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেলা ২টোয় কালীঘাট থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলের নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তৃতা শুরু করেন মমতা।


বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

বিজেপিকে কটাক্ষ করে একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে মমতা বলেন, ‘‘কয়েকটা সিট পেয়ে যেন সারা পৃথিবী জয় করে নিয়েছে। গুন্ডামি করা, হি্ংসা করা, দাঙ্গা করা, চক্রান্ত করা। কেন্দ্রে ক্ষমতায় আছে বলে গায়ের জোর? কখনও বলছে এনকাউন্টার করো, কখনও বলছে হিংসা করো, আপনাদের রাজনৈতিক জন্ম কোথায়?’’

একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে মমতা বলেন, ‘‘সারা জীবন সিপিএমের হাতে মার খেতে খেতে আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। আর বিজেপির রাজত্বে কথায় কথায় বঞ্চনা, অসম্মান, চক্রান্ত। নির্বাচনকে বিজেপি একটা নোংরা খেলায় পরিণত করেছে। টাকা দিয়ে ভোট কেনে।’’

কী বললেন মমতা, দেখে নিন…

তৃণমূলের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নেত্রীর বক্তৃতা বুথে বুথে সম্প্রচারের ব্যবস্থা করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল শেষ ২১ জুলাইয়ের সভা। সেখানেই মমতা হুঁশিয়ারি দেন, ‘‘মনে রাখবেন, গুজরাত বাংলা শাসন করবে না। বাংলা বাংলা শাসন করবে।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)