রাজ্যে বন্ধ পেট্রল পাম্প, মঙ্গলবার রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে পারেন

পেট্রলের দাম কলকাতায়

জাস্ট দুনিয়া ব্যুরো: রাজ্যে বন্ধ পেট্রল পাম্প পুরো দিন। মঙ্গলবার এমনই সিদ্ধান্ত নিয়েছে পেট্রল পাম্প মালিকরা। এর আগে প্রতীকি প্রপতিবাদ করতে এক ঘণ্টা আলো নিভিয়ে পেট্রল-ডিজেল কেনা-বেচা বন্ধ রেখেছিল পাম্পগুলো। এবার পুরো দিনই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। ৩১ অগস্ট মঙ্গলবার রাজ্য জুড়ে বন্ধ থাকছে পেট্রল-ডিজেল জেনা বেঁচা। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের বৈঠকের পর এমনটাই জানানো হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই পেট্রল পাম্পগুলোতে ভিড় জমাতে শুরু করেছে মানুষ। অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার তাদের তিন দফা দাবিতে ‘নো সেল, নো পারচেস’ দিবস পালন হবে।

কেন এই ‘নো সেল, নো পারচেস’ ডে পালনের সিদ্ধান্ত? সংগঠনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন জানিয়েছেন, এই প্রতীবাদের পিছনে কয়েকটি কারণ রয়েছে। এক নম্বর, তেল কম্পানীগুলোর দেওয়া পেট্রলের মধ্যে ইথালনের মাত্রা বেশি থাকায় ট্যাঙ্কের মধ্যে জলের সঙ্গে পেট্রল মিশে যাচ্ছে। পাম্পগুলো ক্রেতারা বার বার সেই অভিযোগ নিয়ে আসছেন। সমস্যায় পড়ছে পাম্প মালিকরা। বর্ষাকালে সেই সমস্যা দ্বিগুণ হয়ে যায়। ইথালনের মাত্রা যাতে পেট্রলে সঠিক পরিমাণেই রাখা হয়, সেই দাবি তোলা হচ্ছে এর মধ্যে দিয়ে।

দু’নম্বর, পেট্রলের মাপেরও গন্ডোগোল হচ্ছে বলে অভিযোগ উঠছে। যেকারণে এখন থেকে ফ্লো মিটারে দিতে হবে পেট্রল। বাড়াতে হবে পাম্প মালিকদের তেল বিক্রির কমিশন। এতদিন ধরে এই সব দাবি তুলছিল পাম্প মালিকরা। কিন্তু তাতে তেমনভাবে সাড়া পাননি। যে কারণে এর আগে এক ঘণ্টার প্রতীকি বন্ধ ডাকা হয়েছিল এবার সেটা পুরো দিনের জন্য ডাকা হল। মঙ্গলবার পুরো দিন জুড়েই বন্ধ থাকছে কেনা-বেঁচা।

হিসেব বলছে রাজ্য জুড়ে মঙ্গলবার বন্ধ থাকতে চলেছে ২৫০০ পেট্রল পাম্প। যার ফলে টান পড়বে তেলের জোগানে। এদিন বৈঠক শেষে জানানো হয়, ৩১ অগস্ট রাজ্য জুড়ে পেট্রল-ডিজেল কেনা-বেঁচা বন্ধ থাকছে কিন্তু জরুরী পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। শনিবার বিকেলেই অ্যাসোসিয়েশনের বৈঠকের পর মঙ্গলবার বনধের সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগে ধর্মঘটে সামিল হয়েছিল ট্যাঙ্কার মালিকরা। তাতে পাম্পগুলো তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার আরও একবার সমস্যার সম্মুখিন হতে চলেছে সাধারণ মানুষ।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)