মহেশতলায় জিতল তৃণমূল, দ্বিতীয় স্থানে বিজেপি

মহেশতলায় জিতল তৃণমূলমহেশতলায় জিতল তৃণমূল

জাস্ট দুনিয়া ডেস্ক: মহেশতলায় জিতল তৃণমূল, গত বারের থেকে এ বার জয়ের ব্যবধান প্রায় পাঁচ গুণ বাড়িয়েছে শাসক দল।

জয়ের ব্যবধান প্রায় পাঁচ গুণ বাড়লেও ভোট পাওয়ার নিরিখে শতাংশের হিসাবে এগিয়ে গিয়েছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে শাসক দলের জয়ের ব্যবধান ছিল ১২ হাজার। এ বার তা বেড়ে হয়েছে প্রায় ৬৩ হাজার। সে ক্ষেত্রে গত বিধানসভায় বিজেপির মোট ছিল প্রায় ১৫ হাজার। এ বার তা বেড়ে গিয়ে হয়েছে প্রায় ৪২ হাজার। শতাংশের হারে বিজেপির ভোট ৭ থেকে ২৩ শতাংশে পৌঁছে গিয়েছে।

মহেশতলা উপনির্বাচনে পঞ্চায়েতে ফলাফলের ধারা বজায় রেখে দ্বিতীয় স্থানে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে মহেশতলায় সিপিএম ও কংগ্রেসের জোট ছিল দ্বিতীয়। এ বার জোট কংগ্রেস ও সিপিএমের জোটে ঘর ভেঙেই দ্বিতীয় স্থান দখল করল।

গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কস্তুরী দাস ভোট পেয়েছিলেন প্রায় ৯৪ হাজার ভোট। এ বার উপ নির্বাচনে কস্তুরী দেবীর স্বামী দুলাল দাস ১ লক্ষ ৪ হাজার ৮১৪ ভোট পেয়েছেন। শাসক দলের ভোট বৃদ্ধির হার ১১ শতাংশ। সিপিএম-কংগ্রেস জোট প্রার্থীর ভোট ৮১ হাজার থেকে নেমে এসে দাঁড়িয়েছে ৩০ হাজারে। ৪২ শতাংশ থেকে কমে ২৩ শতাংশ ভোট।

মুলত বাম ভোটই বিজেপির ঝুলিতে গিয়েছে বলেই মনে করছেন সিপিএম নেতারা। মহেশতলা বিধানসভায় সংখ্যালঘু ভোটের হার প্রায় ৪০ শতাংশ। তা পুরোটাই শাসক দলের ঝুলিতে গিয়েছে। বামদের সংখ্যালঘু ভোটের প্রায় সবটাই শাসকদলের ঝুলিতে গিয়ে পড়েছে। বিজেপির নিজস্ব ভোট ও সিপিএমের হিন্দু ভোটই বিজেপির ঝুলি ভরিয়েছে বলে দাবি করছেন বাম নেতারাই।।

দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বামপন্থী নেতার দাবি, ভোটের ফলাফলের এখনও চুলচেরা বিচার করা হয়নি। তবে আপাত দৃষ্টিতে মহেশতলায় ভোটের মেরুকরণ হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। কয়েকটি বুথে সংখ্যালঘু ভোটের পুরোটাই শাসক দলের ঝুলিতে। অন্য দিকে, হিন্দু ভোট পুরোটাই বিজেপির দিকে গিয়ে পড়েছে। কয়েকটি ভোট মাত্র বামদের দিকে এসেছে।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যাচ্ছেন আরএসএসের সমাবর্তনে

কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে সোমবার অবাধ ও সুষ্ট নির্বাচনের দিন ‘কাঁটা’ হয়ে দাঁড়িয়ে ছিল ইভিএম বিভ্রাট। ভোট গণনার পর শাসক দলের কাছে কাঁটা হয়ে উঠল বিজেপি বলেই দাবি করছে রাজনৈতিক মহলের একাংশ।