দার্জিলিং মেল-সহ আজও বাতিল একের পর ট্রেন, বিচ্ছিন্ন উত্তরবঙ্গ

দার্জিলিং মেল-সহ আজও বাতিল একের পর ট্রেনদার্জিলিং মেল-সহ আজও বাতিল একের পর ট্রেন

জাস্ট দুনিয়া ডেস্ক: দার্জিলিং মেল-সহ আজও বাতিল একের পর ট্রেন, পূর্ব রেল সূত্রে তেমনটাই জানানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব রেলেরও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, চলতে থাকা বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যার কারণে শিয়ালদহ ডিভিশনের কৃষ্ণনগর-লালগোলা শাখা, মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা-আজিমগঞ্জ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনকে ঘুরপথে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।


রাজ্যের আরও খবর পড়তে ক্লিক করুন

১৬ ডিসেম্বর সোমবার বাতিল হওয়া ট্রেনের তালিকা:
১) ১২৩৪৩ আপ/১২৩৪৪ ডাউন দার্জিলিং মেল
২) ১৩১৪৭ আপ/১৩১৪৮ ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস
৩) ১৩১৪৯ আপ/১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস
৪) ১২৩৭৭ আপ/১২৩৭৮ ডাউন পদাতিক এক্সপ্রেস
৫) ১৩১৫৯ আপ কলকাতা-যোগবাণী এক্সপ্রেস
৬) ১৩১৪১ আপ/১৩১৪২ ডাউন শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস
৭) ১৩১৪৫ আপ/১৩১৪৬ ডাউন কলকাতা-রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস
৮) ১৩১৬৩ আপ/১৩১৬৪ ডাউন শিয়ালদহ-সহর্ষ-শিয়ালদহ এক্সপ্রেস
৯) ১৩০৩৩ আপ/১৩০৩৪ ডাউন হাওড়া-কাটিহার-হাওয়ড়া এক্সপ্রেস
১০) ১৫৯৫৯ আপ/১৫৯৬০ ডাউন হাওড়া-ডিব্রুগড়-হাওড়া এক্সপ্রেস
১১) ১৩৪২১ আপ/১৩৪২২ ডাউন নবদ্বীপ ধাম-মালদহ টাউন-নবদ্বীপ ধাম এক্সপ্রেস
১২) ১৩০২৮ ডাউন আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস
১৩) ২২২০১ আপ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস
১৪) ১৩৪৬৫ আপ/১৩৪৬৬ ডাউন হাওড়া-মালদহ টাউন-হাওড়া এক্সপ্রেস
১৫) ১৩১১৩ আপ/১৩১১৪ ডাউন কলকাতা-লালগোলা-কলকাতা এক্সপ্রেস
১৬) ১২৩৪৫ আপ/১২৩৪৬ ডাউন হাওড়া-গুয়াহাটি-হাওড়া এক্সপ্রেস
১৭) ১৩০৬৩ আপ/১৩০৬৪ ডাউন হাওড়া-বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস
১৮) ১২০৪১ আপ/১২০৪২ ডাউন হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া এক্সপ্রেস
১৯) ১৩১০৩ আপ/১৩১০৪ ডাউন ভাগীরথী এক্সপ্রেস
২০) ১৩১৬২ ডাউন বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস


রাজ্যের আরও খবর পড়তে ক্লিক করুন

 

১৬ ডিসেম্বর সোমবার বাতিল সংক্ষিপ্ত যাত্রাপথের ট্রেন:
১) ১৩১৭৫ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদহ টাউন স্টেশনে তার যাত্রাপথ শেষ করবে।
২) ১৩১৬১ আপ কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস মালদহ টাউন স্টেশনে তার যাত্রাপথ শেষ করবে।
৩) ১৩০১৭ আপ হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস রামপুরহাট স্টেশনে তার যাত্রাপথ শেষ করবে। সেখান থেকেই আবার যাত্রাপথ শুরু করবে।

১৬ ডিসেম্বর সোমবার ঘুর যাত্রাপথের ট্রেন:
১) ১৩১৮১ আপ শিয়ালদহ-শিলঘাট এক্সপ্রেস যাবে গুমানি-বারহারওয়া-কিউল ভায়া হয়ে যাবে। ট্রেনটির গুমানি-মালদহ টাউন হয়ে যাওয়ার কথা ছিল।
২) ১৫২২৮ ডাউন মুজফ্ফরপুর-যশোবন্তপুর এক্সপ্রেস মঙ্ঘির-সাহিবগঞ্জ-গুমানি ভায়া হয়ে যাবে। ট্রেনটির গুমানি-মালদহ টাউন হয়ে যাওয়ার কথা ছিল।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)