দমদম মেট্রো স্টেশনে আরপিএফের গুলি, আহত তিন

কলকাতা মেট্রো

জাস্ট দুনিয়া ব্যুরো:  দমদম মেট্রো স্টেশনে হঠাৎই গুলির শব্দে চমকে ওঠে স্টেশন চত্বরে থাকা মানুষজন। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। বেশ কিছু ক্ষণ পর দেখা যায় সেই গুলির আঘাতে আহত হয়েছেন ন’বছরের এক বালক! তার মা-ও আহত হয়েছেন।

শুক্রবার দমদম মেট্রো স্টেশনের ঘটনা। মেট্রো স্টেশনের টিকিট কাউন্টরের সামনে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে রেল সুরক্ষা বাহিনীর এক জওয়ানের ইনস্যাস থেকেই গুলি ছিটকে গিয়ে ঘটে এই ঘটনা। সেই সময় আরপিএফ-এর ডিউটি বদল হচ্ছিল। তখনই এক জনের বন্দুক থেকে গুলি ছিটকে লাগে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা দুই যাত্রীর গায়ে। আহত হন মেট্রো রেলের এক কর্মীও। তাঁদের তখনই স্থানীয় আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মেট্রোয় বিভ্রাট ফের কলকাতায়

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুপুরে ডিউটি বদলের সময় এক জওয়ানের মানি ব্যাগ  মাটিতে পড়ে যায়। সেই ব্যাগ নিচু হয়ে তুলতে গিয়েই বিপত্তি। হাত থেকে ইনস্যাস পড়ে গিয়ে সেফটি ক্যাচ খুলে গিয়ে গুলি ছিটকে যায়।

মেট্রো রেলের তরফে তাদের চিফ কন্ট্রোলার জানিয়েছেন, ‘‘দুপুর ২টো ৫ মিনিট নাগাদ আরপিএফ কনস্টেবলদের ডিউটি পরিবর্তন হওয়ার সময় কোনও ভাবে সার্ভিস রাইফেল থেকে এক রাউন্ড গুলি চলে।  যার ফলে দু’জন যাত্রীর এক জনের হাতে ও এক জনের পায়ে আঘাত লেগেছ।  ৩৬ বছরের সঙ্গীতা বসু ও  তাঁর ছেলে সপ্তর্ষি বসু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোনারপুরের বসুপাড়ার বাসিন্দা তাঁরা। টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন ওই দু’জন। তাঁদের আঘাত গুরুতর নয়। সাময়িক সমস্যা হলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’’