রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করলেন রাজ্যপালরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করলেন রাজ্যপাল

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দু’দিন আগেই বিধানসভায় সরকারি ভাষণে রাজ্যের আইনশৃঙ্খলা-সহ সব বিষয়েরই ভূয়সী প্রশংসা করেছিলেন। তার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রশ্ন তুললেন, এই পরিস্থিতিতে অশান্তিহীন ভোট কী ভাবে সম্ভব?

রাজ্যপাল রবিরার মধ্যমগ্রামে স্কাউটদের একটি অনুষ্ঠানে বলেন, ‘‘কলকাতা তথা পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। সেখানে এখন বিস্ফোরণ হচ্ছে? বিস্ফোরণের খবর পেলেই আমি মর্মাহত হই। কারণ, বিস্ফোরণে কেউ না কেউ বিশ্রী ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখান থেকেই প্রমাণিত, এই এলাকা বিস্ফোরক-কারবারের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এখানে কী ভাবে অহিংস উপায়ে ভোট সম্ভব?’’


আরও খবর পড়তে ক্লিক করুন

বিজেপি ধনখড়ের বক্তব্যকে সমর্থন করেছে। বিজেপির মতে রাজ্যপাল ঠিক বলেছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে সোমবার রাজ্যপালের কাছে যাবে বিজেপির বিধায়ক দল।

তবে রাজ্যপাল এ দিন জানিয়েছেন, তিনি আর সংঘাতের বাতাবরণ চান না। তাঁর বক্তব্য, ‘‘আমাদের সকলকে রাজ্যের স্বার্থে এক দিশায় কাজ করতে হবে। শান্তি, অহিংসা এবং আনন্দ!’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)