TET PRIMARY ফলপ্রকাশ, পরীক্ষা হয়েছিল এক বছর আগে

TET PRIMARY

জাস্ট দুনিয়া ডেস্ক: TET PRIMARY ফলপ্রকাশ,  পরীক্ষা হয়েছিল এক বছর আগে। সোমবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২১ সালে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট)-র ফল প্রকাশ করল।

১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯,৪৯৬ জন। যাঁরা উত্তীর্ণ হলেন তাঁরা ‘প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসেবে যোগদানের যোগ্য’ বলে বিবেচিত হবেন বলে জানিয়ে পর্ষদের তরফে বলা হয়েছে, উত্তীর্ণরা প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জানিয়েছেন, পর্ষদের দু’টি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। ২০২১ সালের ৩১ জানুয়ারি রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ‘টেট’ পরীক্ষা হয়েছিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪।

কিন্তু পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৫ হাজার ৮১৮ জন। এ ছাড়া কয়েক জনের পরীক্ষা বাতিল হয়েছে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)