শিক্ষকদের বদলি বন্ধ, মাধ্যমিক থেকে প্রাইমারি সকলের জন্যই নির্দেশ

শিক্ষকদের বদলি বন্ধশিক্ষকদের বদলি বন্ধ

জাস্ট দুনিয়া ডেস্ক: শিক্ষকদের বদলি বন্ধ আপাতত। রাজ্য জুড়ে আর কোনও স্কুলের শিক্ষককেই বদলি করা যাবে না, পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত। শুক্রবার এমনই এক নোটিস জারি করেছে স্কুল শিক্ষা দফতর।

দফতরের তরফে একটি নোটিস জারি করে এ দিন বলা হয়েছে, রাজ্যে অনির্দিষ্ট কালের জন্য স্কুল শিক্ষকদের বদলি বন্ধ। সেটা প্রাইমারি হোক বা মাধ্যমিক— সব স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। এমনকি, পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত কোনও শিক্ষক বদলির আবেদনও করতে পারবেন না। শূন্য পদ নিয়ে বিভ্রান্তি দূর করতেই এই পদক্ষেপ বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইসলামপুর কাণ্ডের জেরেই এই বদলি বন্ধ বলে মনে করা হচ্ছে।

এর আগে ইসলামপুরের দারিভিট স্কুলের ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর জেলা স্কুল পরিদর্শকদের ডেকে পাঠিয়ে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁদের নিয়ে বৈঠকেও বসেছিলেন তিনি। সূত্রের খবর, ওই বৈঠকে জানা যায় প্রায় প্রতি জেলাতে শূন্যপদে নিয়ে কম বেশি গন্ডগোল রয়েছে। এর পরেই কোথায় কত শিক্ষক রয়েছেন, কত প্রয়োজন সব নিয়ে হিসাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি শিক্ষক নিয়োগ নিয়েও একটু ধীর পদক্ষেপ করার কথা বলা হয়েছিল। এ বার সেই তালিকায় জুড়ে গেল বদলিও। রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, বদলি প্রক্রিয়া চালু থাকলে কোথায় কত শূন্যপদ রয়েছে তা বুঝতে অসুবিধা হয়। সেই কারণেই বদলি বন্ধ রাখা হয়েছে বলে ওই সূত্রটির দাবি।

একেবারে নরেন্দ্র মোদীর মতো দেখতে, বিজেপির সেই তাস এ বার কংগ্রেসে!

এর আগে কলকাতা হাইকোর্ট একটি রায়ে জানিয়েছিল, পর্যাপ্ত শিক্ষক না থাকার অজুহাতে স্কুল কর্তৃপক্ষ কোনও শিক্ষকের সাধারণ বদলি আটকাতে পারবেন না। ২০১৬ সালে এক শিক্ষিকার বদলি আটকাতে মামলা করেছিল বর্ধমানের বাহুলা শশী স্মৃতি হাইস্কুল। সেই মামলায় ওই বছরের ২৯ জুলাই হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ জানান, বদলি আটকানো যাবে না। পদ ফাঁকা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন করতে হবে। শশী স্মৃতি হাইস্কুল তাদের মামলার আবেদনে বলেছিল, পর্যাপ্ত শিক্ষক না থাকায় স্কুলের শিক্ষিকা নবমিতা দেবকে বদলির ছাড়পত্র দেওয়া যাবে না। শশী স্মৃতি হাইস্কুল কর্তৃপক্ষকে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ফাঁকা পদ পূরণের জন্য স্কুল সার্ভিস কমিশনের কাছে ১৫ দিনের মধ্যে আবেদন করতে। নবমিতাদেবীর নিয়োগের সময়সীমা বাড়িয়ে দিতেও কমিশনকে নির্দেশ দেওয়া হয়।