স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর: বেলুড়ে ভাষণ দিলেন মমতা

স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর উপলক্ষে বেলুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর

জাস্ট দুনিয়া ডেস্ক: স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ এসেছিল খাস শিকাগো থেকে। কিন্তু, শেষ মুহূর্তে সেই যাওয়া বাতিল হয়ে যায়। শিকাগোয় বিশ্বধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষে সেখানকার বিবেকানন্দ বেদান্ত সোসাইটি মমতাকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু, সেই সোসাইটি পরে চিঠি দিয়ে জানিয়ে দেয়, অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

এত দিন পর সেই বিষয় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, ‘অশুভ চক্রান্ত’ হয়েছিল বলেই তাঁর শিকাগোয় যাওয়া হয়নি। আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষে এ দিন বেলুড় মঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার শিকাগো যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত সেখানে যাওয়া হল না। স্বামীজি যে হলে বক্তৃতা করেছিলেন সেখানে যেতে পারলাম না। এর পিছনে অশুভ চক্রান্ত রয়েছে। কেউ কেউ চাইছিল আমি যাতে না যেতে পারি।” তবে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা কারও নাম করেননি। তবে, তাঁর অভিযোগের আঙুল যে মোদী সরকারের দিকেই তা স্পষ্ট বুঝতে পারছে রাজনৈতিকমহল।

স্বামী বিবেকানন্দের বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষে শিকাগোতে এক অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানিয়েছিল শিকাগোর বিবেকানন্দ বেদান্ত সোসাইটি। সেখানে যাওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু চলতি বছরের ১১ জুন হঠাৎ তাঁকে চিঠি দিয়ে ২৬ অগস্টের ওই অনুষ্ঠান বাতিল করার কথা জানায় শিকাগোর বিবেকানন্দ বেদান্ত সোসাইটি। সেই সময়ে সোসাইটির অধ্যক্ষ স্বামী ঈশাত্মানন্দ চিঠিতে মমতাকে লিখেছিলেন, রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী অভিরামানন্দের আকস্মিক মৃত্যু এবং অন্য কিছু অপ্রত্যাশিত অসুবিধার জন্য অনুষ্ঠানটি বাতিল করা হচ্ছে। যদিও প্রেক্ষাগৃহ ভাড়া নেওয়া থেকে শুরু করে অন্য নানা প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল বলে রামকৃষ্ণ মিশনের দাবি।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, নন্দনে গরহাজির আচার্য

মমতা সে দিন যে দুঃখ পেয়েছিলেন, সে কথাও আজ গোপন করেননি। তিনি বলেন, ‘‘শিকাগো যেতে না পারায় আমার হৃদয়ে একটা ক্ষত সৃষ্টি হয়েছে। আমি ব্যথা পেয়েছি। দুঃখ পেয়েছি। কিন্তু এই জিনিস যিনি করেছেন তাঁকে আমি বলব স্বামীজী কী বলেছিলেন তা ভাল করে পড়ে দেখুন। স্বামীজী হিন্দু ধর্মের কথা বলেছিলেন। যে ধর্ম বাইরে থেকে আমদানি করা হয়নি। এই ধর্ম আমাদের মাটিতে তৈরি হওয়া ধর্ম।’’

মুখ্যমন্ত্রী এ দিন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের জন্য দেড় কোটি টাকা ও রাজারহাটে নির্মীয়মাণ বিবেকতীর্থের জন্য ১০ কোটি টাকার চেক রামকৃষ্ণ মিশন মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের হাতে তুলে দেন।