‘আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে’, অভিষেককে জবাব শুভেন্দুর

‘আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে’

জাস্ট দুনিয়া ব্যুরো: ‘আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে’, মঙ্গলবার উত্তর ২৪ পরগনার খড়দহের সভা থেকে এমন কথাই বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘরে ঢুকে পদ্ম ফোটাব’ বলেও চ্যালেঞ্জও ছুড়লেন।

শুভেন্দু বিজেপি-তে যোগ দিলেও তাঁর বাবা কাঁথির সাংসদ শিশির অধিকারী, ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং অন্য এক ভাই কাঁথি পুরসভার প্রাক্তন প্রশাসক সৌম্যেন্দু অধিকারী তৃণমূলেই রয়েছেন। দলের কোনও সভা-সমিতিতেই তাঁদের দেখা যাচ্ছে না। এ নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা। এর মধ্যেই, রবিবার ডায়মন্ড হারবারের এক সভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে লক্ষ্য করে বলেছিলেন, ‘‘তুমি বিজেপি-তে গিয়েছো। কিন্তু তোমার বাবা-ভাই তো এখনও তৃণমূলে! তাদের বিজেপি-তে নিয়ে যেতে পারোনি। তাদের সঙ্গে একই বাড়িতে থাকতে লজ্জা করে না?’’


বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

মঙ্গলবার খড়দহে বিজেপি-র একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচি থেকে শুভেন্দু পাল্টা বলেন, ‘‘মাননীয় ভাইপোর রাগ হয়েছে। তিনি বলেছেন, লজ্জা করে না! তুমি পদ্মফুল করছো, তোমার বাড়িতে দুটো জোড়া ফুল রয়েছে। ওই বাড়িতে তোমার রাতে থাকতে লজ্জা করে না! বাবুসোনা, এখনও তো বাসন্তী পুজো আসেনি। রামনবমী হয়নি। সবে তো পদ্মফুলের কুঁড়িটা ফুটেছে। এ বারে ফুটবে তো। রামনবমী আসছে। ‘আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে’, শুধু আমার বাড়ি নয়, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের  বাড়িতে ঢুকে পদ্ম ফোটাব। দেখে নেবেন।’’

মঙ্গলবার বিকেলে ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে খড়দহ থানার মাঠ পর্যন্ত একটি রোড-শো করে বিজেপি। সেখানে শুভেন্দু ছাড়াও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিজেপি-র যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ-সহ একাধিক নেতা। মিছিলের শেষে খড়দহ থানার পাশের মাঠে একটি সভাও হয়। সেখানেই শুভেন্দু মমতা-অভিষেককে লক্ষ্য করে বলে দেন, ‘‘তোমাদের হারাতেই আমি ময়দানে নেমেছি!’’ তৃণমূল এবং রাজ্য সরকারের প্রতি আক্রমণাত্মক শুভেন্দু মাঝে মধ্যে হিন্দিতেও কথা বলেছেন। স্লোগান তুলেছেন, ‘‘কাশ্মীর সে কন্যাকুমারী…।’’ জনতা তাঁর সুরে সুর মিলিয়ে বলেছে, ‘‘দেশ হমারি, দেশ হমারি।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)