শুভেন্দু অধিকারী: আমি এখনও মন্ত্রিসভার সদস্য, মুখ্যমন্ত্রী আমাকে তাড়াননি, আমিও ছাড়িনি

শুভেন্দু অধিকারী

জাস্ট দুনিয়া ব্যুরো: শুভেন্দু অধিকারী রামনগরের সভা থেকে বড় ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার সেই সভা থেকে বড় কোনও ঘোষণা করলেন না। বরং বললেন, ‘‘আমি এখনও একটি দলের সক্রিয় সদস্য। মন্ত্রিসভার সদস্য। মুখ্যমন্ত্রী আমাকে তাড়াননি, আমিও ছাড়িনি।’’

রামনগরের এই সভায় শুভেন্দু অধিকারী মেগা শো দেখাবেন বলে আগেই ঘোষণা করেছিলেন। কিন্তু এ দিন তিনি জানান, সমবায় সপ্তাহ পালনের মঞ্চ থেকে রাজনৈতিক বিষয়ে তিনি কোনও কথা বলবেন না। তাঁর মতে, সময়ে সময়ে রাজনৈতিক মতান্তর এবং সেখান থেকে বিভেদ ঘটতে পারে, বিভেদ থেকে বিচ্ছেদ হতে পারে। তাঁর কথায়, ‘‘যত ক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রকেরা আমাকে না তাড়ায় কিংবা আমি না ছেড়ে আসি, তত ক্ষণ এই সব মঞ্চে ওই সব কথা বলা যায় না।’’


বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

শুভেন্দু নিজেকে নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন এ দিন। বললেন, ‘‘দলের ভেতর, মন্ত্রিসভায় থেকে রাজনীতির কথা বলা যায় না। মেদিনীপুরের মানুষ, বিদ্যাসাগরের মাটির মানুষ এ রকম অনৈতিক কাজ করে না।’’ দলের সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক না-থাকলেও সমবায়ীদের এ দিনের বড় জমায়েতকে নিজের জনসংযোগ ও জনভিত্তির প্রমাণ হিসেবে দাবি করেন তিনি। শুধু তা-ই নয়, কারও নাম না করে বলেন, ‘‘করোনার সময় থাকি। আমপানে থাকি। আমি বসন্তের কোকিল নই।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)