রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায় শীর্ষ আদালতের, গ্রামে গ্রামে বোর্ড গঠনের কাজ শুরু

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনরাজ্যে পঞ্চায়েত নির্বাচন

জাস্ট দুনিয়া ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় যে আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, সেখানে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা যাবে। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ সুর্পিম কোর্টে বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ রায় ঘোষণা করে। এই রায়ে যথেষ্ট স্বস্তিতে রাজ্য নির্বাচন কমিশন। যদিও কমিশনের তরফে এ দিন সন্ধ্যা পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

এর আগে রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়, গত ১৮ অগস্ট রাজ্যের প্রায় ৩ হাজার গ্রাম পঞ্চায়েতের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ফলে ওই সব পঞ্চায়েতে সাংবিধানিক সঙ্কট দেখা দেবে। তার পরেই এ দিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, যে সমস্ত জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে, সেখানকার ফল ঘোষণা করতে পারে রাজ্য।

পঞ্চায়েত নির্বাচনের সময়ে বিরোধীদের অভিযোগ ছিল, সন্ত্রাসের কারণে তারা মনোনয়ন জমা দিতে পারেনি। সেই কারণেই অনলাইন এবং ইমেলে মনোনয়ন জমা দিতে তারা বাধ্য হয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই সময় তার রায়ে জানিয়েছিল, যে সব প্রার্থী অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন তা গ্রহণযোগ্য। এ দিন হাইকোর্টের সেই রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতিরা জানান, ইমেলে মনোনয়ন জমা দেওয়ার কোনও নিয়ম নেই। তাই যাঁরা ওই পদ্ধতিতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাঁদের মনোনয়ন বাতিল হচ্ছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৪ শতাংশ আসনের ফল ঘোষণা করতে পারবে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচনের সময়ে মনোনয়নপত্র দাখিল করা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা ইলেকশন ট্রাইবুনালে জানানো উচিত ছিল বলে জানিয়েছে শীর্ষ আদালত। কিন্তু, ট্রাইবুনালে না গিয়ে মামলা করায় গোটা প্রক্রিয়াটাই ভেস্তেছে।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব খবর পড়তে ক্লিক করুন

তবে, ট্রাইবুনালে এখনও অভিযোগ জানানো যেতে পারে বলে মত সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত জানিয়েছে, এর পরেও মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা ইলেকশন ট্রাইবুনালে জানানো যাবে। সে ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন যে দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৪ শতাংশ আসনের ফল ঘোষণা করবে, তার ৩০ দিনের ট্রাইবুনালে আবেদন জানাতে হবে।

পঞ্চায়েত মামলা নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তিনটি রাজনৈতিক দলের অভিযোগ যে মিথ্যা ছিল, সুপ্রিম কোর্টের রায়ে আজ তা প্রমাণিত হয়েছে।’’ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যে পঞ্চায়েত নির্বাচন-কে নিয়ে সুপ্রিম কোর্ট আজ যে রায় দিয়েছে, তাকে স্বাগত। এটা গণতন্ত্রের জয়। এটা মা-মাটি মানুষের জয়। আমাদের বিরোধী দলগুলি— বিজেপি, সিপিএম কংগ্রেস, নানা অছিলা করে রাজ্যের উন্নয়নকে আটকে দিতে চেয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ে আজ সেটা প্রমাণিত হয়েছে।’’

কিন্তু, বিজেপির রাজ্য সভাপতি কিন্তু এর মধ্যে তৃণমূলেরই হার দেখছে। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘সুপ্রিম কোর্ট রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন— সবাইকে ধমকেছে। পুনর্নির্বাচনের কোনও কথা বলেনি। কিন্তু, বিকল্প রাস্তা দিয়েছে। আমরা সেই বিকল্প রাস্তায় হাঁটার কথা ভাবছি।’’