সুধীর চক্রবর্তী প্রয়াত, ৮৬ বছরে থেমে গেল ‘বাউল ফকির কথা’

সুধীর চক্রবর্তী প্রয়াত

জাস্ট দুনিয়া ব্যুরো: সুধীর চক্রবর্তী প্রয়াত হলেন। বাংলার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত গবেষক সুধীর চক্রবর্তীর বয়স হয়েছিল ৮৬। মঙ্গলবার বিকেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সুধীর। ১৯৩৪ সালে জন্ম হাওড়ার শিবপুরে। পরে নদিয়ার দিগ্নগরে থেকে তারা চলে যান কৃষ্ণনগরে। সুধীর পড়াশোনা করেছেন কৃষ্ণগনরে, তার পর কলকাতায়। পড়িয়েছেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে।


বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

সম্পাদনা করেছেন ‘ধ্রুবপদ’ পত্রিকা। সম্মানিত হয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি-সহ নানা সম্মাননায়।

কৃষ্ণনগরের বাসিন্দা সুধীর চক্রবর্তী ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বন্ধু। সৌমিত্রের প্রয়াণের পরই অসুস্থ হয়ে পড়েন সুধীর। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। এ দিন সেখানেই সুধীর চক্রবর্তী প্রয়াত হন।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)