ছাত্রীর যৌন নিগ্রহ স্কুলের ভিতরে, গ্রেফতার অভিযুক্ত শিক্ষক

ছাত্রীর যৌন নিগ্রহ স্কুলের ভিতরেছাত্রীর যৌন নিগ্রহ স্কুলের ভিতরে

জাস্ট দুনিয়া ডেস্ক: ছাত্রীর যৌন নিগ্রহ স্কুলের ভিতরে, আবারও এই শহরেই। কারমেল এবং জিডি বিড়লার পর এ বার ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস হাইস্কুল।

অভিযোগ, ওই স্কুলের নার্সারি বিভাগের এক ছয় বছরের পড়ুয়ার উপর যৌন নির্যাতন চালিয়েছেন ওই স্কুলেরই এক শিক্ষক। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। অভিভাবকদের সঙ্গে পুলিশের বেশ কয়েক দফা ঝামেলা হয়। পুলিশের লাঠির ঘায়ে কয়েক জন অভিভাবক জখম হন বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে।

ঘটনার সূত্রপাত গত ২৬ সেপ্টেম্বর। সে দিন রাজ্যে বিজেপি-র ডাকা বন্‌ধ ছিল। ওই পড়ুয়ার পরিবারের অভিযোগ, বন্‌ধের দিন ছাত্রীটি স্কুলে গিয়েছিল। সে দিন ক্লাস ফাঁকাই ছিল। অভিযুক্ত শিক্ষক দীপক কর্মকার ওই স্কুলের প্রাইমারি বিভাগে বাংলা ও ইংরেজি পড়ান। সে দিন তিনি নাকি ওই ছাত্রীকে পাশের ঘরে ডেকে নিয়ে যান। তার পর তাঁর উপর শারীরিক নিগ্রহ করেন। এর পর পড়ুয়াটি বাড়ি ফিরে যায়। তাকে অন্য দিনের থেকে অনেকটাই চুপচাপ দেখে সন্দেহ হয় তার বাবা-মায়ের। অনেক বার জিজ্ঞেস করে তারা বুঝতে পারেন, তাদের মেয়ের উপর যৌন নির্যাতন করা হয়েছে। এর পর তাঁরা মেয়েকে নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে যান। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, তার উপর যৌন নিগ্রহ করা হয়েছে।

গুগল প্লাস বন্ধ হয়ে যাচ্ছে, জনপ্রিয়তার পাশাপাশি তথ্য নিরাপত্তাতেও ঘাটতি

এর পর অন্য অভিভাবকরাও বিষয়টির কথা জানতে পারেন। এ দিন সকালে তাঁরা স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে স্কুলে পৌঁছন। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের শাস্তিও দাবিও করেন। স্কুলের গেট আটকে রেখে বিক্ষোভ দেখানো শুরু করেন। স্কুল কর্তৃপক্ষ এর পর পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছয়। কিন্তু, তাদের সঙ্গে অভিভাবকদের ঝামেলা বেধে যায়। পুলিশ পরিস্থিতি সামলাতে লাঠিও চালায় বলে অভিযোগ। দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হন।

পুলিশের সঙ্গে বেশ কয়েক বার ঝামেলার পর পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে। পরিস্থিতি যদিও তাতে বদলায়নি। অভিভাকদের ক্ষোভ সামলাতে পুলিশ আলোচনায় বসেছে।

এর মধ্যেই ওই স্কুলে গিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান অনন্যা চট্টোপাধ্যায়। তিনি জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে কমিশন।