পুলিশ-ছাত্র সংঘর্ষে গুলিতে মৃত্যু এক ছাত্রের, পুলিশের দাবি গুলি চলেনি

পুলিশ-ছাত্র সংঘর্ষে

জাস্ট দুনিয়া ব্যুরো: পুলিশ-ছাত্র সংঘর্ষে প্রাণ গেল এক ছাত্রের। স্কুলের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। আর তাতেই প্রাণ হারাল ইসলামপুর আইটিআইয়ের ছাত্র রাজেশ সরকার। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশের গুলিতেই প্রাণ হারিয়েছেন রাজেশ। পুলিশ যদিও গুলিচালনার কথা অস্বীকার করেছে।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। উত্তর দিনাজপুরোর ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে তিন জন শিক্ষককে নিয়োগ করা হয়। কিন্তু, উর্দু এবং সংস্কৃতর শিক্ষক নিয়োগ করায় ছাত্র বিক্ষোভ শুরু হয়। অন্য বিষয়ের শিক্ষক চেয়ে তারা দাবি জানায়। ওই তিন শিক্ষককে তারা জয়েন করতেও দেয়নি। কিন্তু, এ দিন ওই তিন শিক্ষখ ফের জয়েন করতে এলে ছাত্ররা বাধা দেয়।

পরিস্থিতি সামলাতে স্কুলে পুলিশ এলে, তাদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ।পুলিশের অভিযোগ, পড়ুয়ারা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট বৃষ্টি করতে শুরু করে। প্রথমে পিছু হটে পুলিশ। পরে তারা পাল্টা কাঁদানে গ্যস এবং রবার বুলেট ছুড়তে শুরু করে মারমুখী পড়ুয়াদের দিকে।

ভাঙা সেতু দেখলেই তার ছবি মোবাইলে তুলে নিন

রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। পড়ুয়া এবং পুলিশ— দু’পক্ষেরই অনেকে আহত হন। এর মধ্যেই এক তরুণ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে।  রাজেশ সরকার নামে ওই ছাত্রকে ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে চিকিৎসকরা বলেছেন গুলিবিদ্ধ হয়েছেন ওই তরুণ। তিনি ওই স্কুলের প্রাক্তন ছাত্র। বর্তমানে আইটিআই কলেজে পাঠরত। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু ওই তরুণের।

পুলিশ যদিও গুলি চালানোর কথা স্বীকার করেনি। তারা দাবি করেছে যে রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছাড়া কিছুই ব্যবহার করা হয়নি।