সৌরভ গঙ্গোপাধ্যায়-রাজ্যপাল সাক্ষাতের পর এ বার দেখা অমিত শাহের সঙ্গে

সৌরভ গঙ্গোপাধ্যায়-রাজ্যপালদিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

জাস্ট দুনিয়া ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়-রাজ্যপাল সাক্ষাতের পর এ বার দেখা অমিত শাহের সঙ্গে। সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে মহারাজের সঙ্গে দেখা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রবিবার তিনি কলকাতায় রাজভবনে গিয়ে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। সৌরভের দু’দিনের দুই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে বিপুল জল্পনা তৈরি হয়েছে। তবে কি সৌরভ এ বার রাজনীতিতে আসছেন? বিজেপি-তে যোগ দেবেন? তবে কি তিনিই এ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী-মুখ?

তবে এ সব প্রশ্ন বা জল্পনা নিয়ে সৌরভ বা অমিত শাহ কেউই মুখ খোলেননি। রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়-রাজ্যপাল সাক্ষাত নিয়ে সোমবার মহারাজ একটি সংবাদ সংস্থাকে জানান, রাজ্যপাল যদি দেখা করতে চান, যেতেই হয়। সোমবার রাতের উড়ানেই তিনি কলকাতা ফিরে আসেন।


দেশের সব খবর জানতে এখানে ক্লিক করুন

 

রবিবার রাজ্যপালের সঙ্গে গিয়ে সৌরভের দেখা করাকে অনেকেই সলতে পাকানোর শুরু হিসেবে দেখছেন। সোমবার জেটলির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে ক্রিকেটারদের পাশাপাশি ছিলেন অনেক রাজনৈতিক নেতাও। বিজেপি নেতারাই বেশি ছিলেন। ফিরোজ শাহ কোটলায় জেটলির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে সৌরভ ছাড়াও প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে ছিলেন গৌতম গম্ভীর, শিখর ধওয়নেরা। এঁদের মধ্যে গম্ভীর আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। নির্বাচনেও জিতেছেন। অমিত শাহ নিজের ভাষণে সৌরভ এবং গৌতমের নাম উচ্চারণও করেন।

তবে রাজনীতিতে সৌরভের আসা নিয়ে আগেও অনেক জল্পনা তৈরি হয়েছে। সে সব ক্ষেত্রে সৌরভ নিজেই জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে আসতে চান না। তবে এ বার তৌঁর রাজনীতি যোগ নিয়ে নানা জল্পনার খবর থাকলেও, সৌরভ নিজে কিন্তু সে সব উড়িয়ে দেননি।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)