স্বাধীনতা দিবস উপলক্ষে শহড় জুড়ে কড়া নজরদারি, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা

স্বাধীনতা দিবস

জাস্ট দুনিয়া ব্যুরো: স্বাধীনতা দিবস পরশু দিন অর্থাৎ বুধবার। তার আগেই শহরের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দিল কলকাতা পুলিশ। শুধু শহরের নয়, বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রেও জোর দিয়েছে সিআইএসএফ।

পুলিশ সূত্রে জানানো হয়েছেআগামী কাল মঙ্গলবার থেকেই শহরে ঢোকা-বেরনোর রাস্তাগুলিতে কড়া পুলিশি প্রহরা রাখা হবে। তল্লাশি চালানো হবে শহরে ঢোকা এবং বেরনো সমস্ত গাড়িতে। বেশ কয়েকটি জায়গায় তৈরি করা হবে বালির বস্তা দিয়ে বাঙ্কার। লালবাজার সূত্রে খবরনজরদারির কাজে ড্রোনও ওড়ানো হবে আকাশে। এ ছাড়াও শহরের বেশ কয়েকটি জায়গায় ওয়াচ টাওয়ার তৈরি করে সেখান থেকে নজরদারি চালানো হবে। আগামী কাল রাত থেকেই বন্ধ রাখা হবে রেড রোড। গোটা রেড রোডকে কয়েকটি অঞ্চলে ভেঙে তার দেখভালের দায়িত্ব দেওয়া হবে ডেপুটি কমিশনার পদমর্যাদার বেশ কয়েক জন অফিসারকে। এ ছাড়াও রেড রোডের সংলগ্ন রাস্তাগুলিতে নজরদারি চালাতে মোতায়েন করা হবে ঘোড় পুলিশ বাহিনী।

প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়

মঙ্গলবার তল্লাশি চালানো হবেশহরের বড় বড় হোটেল এবং শপিং মলগুলিতে। সব মিলিয়ে প্রায় দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হবে শহরের রাস্তায় আগামী বুধবার স্বাধীনতা দিবসের দিন রেড রোডে সকাল দশটায় শুরু হবে অনুষ্ঠান চলবে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল দশটা নাগাদ রেড রোডে উপস্থিত হবেন বলে লালবাজার সূত্রের খবর। সব মিলিয়ে রেড রোডের কুচকাওয়াজের জন্য প্রায় দশ হাজার আসনের ব্যবস্থা থাকছে

অন্য দিকে, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উড়ানগুলির যাত্রীদের বেশ কয়েক ঘণ্টা আগে থেকে বিমানবন্দরে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক উড়ান ধরার ক্ষেত্রে তিন ঘণ্টা আগে চেক-ইন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দিকে অভ্যন্তরীণ উড়ান ধরার ক্ষেত্রে যাত্রীদের দু’ঘণ্টা আগে বিমানবন্দরে চেক-ইন করতে বলা হয়েছে। কারণ, স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরালো করেছে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ। তাদের মতে, প্রতি বারই স্বাধীনতা দিবসের আগে এমন নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি করা হয়। আগামী ২০ অগস্ট পর্যন্ত এমনটা থাকবে বলে সিআইএসএফ সূত্রে জানানো হয়েছে।

আগামী কাল মঙ্গলবার থেকেই শহরে ঢোকা-বেরনোর রাস্তাগুলিতে কড়া পুলিশি প্রহরা রাখা হবে। তল্লাশি চালানো হবে শহরে ঢোকা এবং বেরনো সমস্ত গাড়িতে। বেশ কয়েকটি জায়গায় তৈরি করা হবে বালির বস্তা দিয়ে বাঙ্কার।