দ্বিতীয় হুগলি সেতু: দু’চাকার জন্য অক্টোবর থেকে আর লাগবে না টোল ট্যাক্স

দ্বিতীয় হুগলি সেতুদ্বিতীয় হুগলি সেতু

জাস্ট দুনিয়া ডেস্ক: দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে চলাচলের সময় আর দু’চাকার গাড়িকে টোল ট্যাক্স দিতে হবে না। আগামী ১ অক্টোবর থেকে এই নির্দেশ কার্যকর হবে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন তিনি নবান্নে বলেন, ‘‘মোটর সাইকেল, স্কুটারের মতো দু’চাকার গাড়ির জন্য অকারণ ব্যাপক যানজট হচ্ছে বিদ্যাসাগর সেতুতে। রাজ্য সরকারের রাজস্বে ঘাটতি হলেও, সে কারণেই ওই টোল ট্যাক্স তুলে নেওয়ার সিদ্দান্ত নেওয়া হয়েছে।’’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর ফলে বছরে পাঁচ থেকে ছয় কোটি টাকা লোকসান হবে সরকারের।

সরকারি হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় ৩ কোটি গাড়ি চলাচল করে ওই দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে। তার মধ্যে প্রায় ১ কোটিই দু’টাকার গাড়ি, অর্থাৎ মোটর সাইকেল ও স্কুটার। সেতু পারাপারের জন্য প্রত্যেক দু’চাকার গাড়িকে পাঁচ টাকা করে টোল ট্যাক্স দিতে হয়। সেই হিসাবে সরকারের বছরে প্রায় পাঁচ-ছয় কোটি টাকা রাজস্বের ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে।

‘‘মোটর সাইকেল, স্কুটারের মতো দু’চাকার গাড়ির জন্য অকারণ ব্যাপক যানজট হচ্ছে বিদ্যাসাগর সেতুতে। রাজ্য সরকারের রাজস্বে ঘাটতি হলেও, সে কারণেই ওই টোল ট্যাক্স তুলে নেওয়ার সিদ্দান্ত নেওয়া হয়েছে।’’ মমতা

নিষিদ্ধ ওষুধ: মাথাব্যথায় আর খাওয়া যাবে না স্যারিডন, আরও ৩২৮টি ওষুধ বাতিল

দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজাটি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)-এর। এইচআরবিসি সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজাতে প্রায় ৮৪ লাখ মোটর সাইকেল-স্কুটারের কাছ থেকে টোল আদায় করা হয়েছিল। এ বছরে সংখ্যাটা প্রায় ১ কোটি হবে, এমনটাই আশা এইচআরবিসি কর্তৃপক্ষের। যদিও সেতুর উপর যানজট কমানোর স্বার্থে সেই রাজস্ব ক্ষতি মেনে নিতে রাজি হয়েছে রাজ্য সরকার।

সরকারি হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় ৩ কোটি গাড়ি চলাচল করে ওই দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে। তার মধ্যে প্রায় ১ কোটিই দু’টাকার গাড়ি, অর্থাৎ মোটর সাইকেল ও স্কুটার। সেতু পারাপারের জন্য প্রত্যেক দু’চাকার গাড়িকে পাঁচ টাকা করে টোল ট্যাক্স দিতে হয়। সেই হিসাবে সরকারের বছরে প্রায় পাঁচ-ছয় কোটি টাকা রাজস্বের ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে।