তফসিলি জাতির জন্য বাজেট বাড়ল রাজ্যে, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata On Prophet Row

জাস্ট দুনিয়া ব্যুরো: তফসিলি জাতির জন্য বাজেট বাড়ল রাজ্যে। একদিন আগেই আদিবাসীদের জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার অনগ্রসর শ্রেণির স্বার্থে বেশ কিছু সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চাকরী ক্ষেত্রেও বাড়ানো হল সংরক্ষণ। ২২ শতাংশ সংরক্ষণ করা হচ্ছে।ভারতের প্রথম রাজ্য হিসেবে তফসিলি জাতির উন্নয়নে কাউন্সিল তৈরি করেছে বাংলা। এদিনই প্রথম সেই কাউন্সিল আলোচনায় বসে। ছিলেন মুখ্যমন্ত্রী। সেই মিটিংয়েই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হল। মিটিং শেষে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে কী কী সুবিধে তাঁরা পাবেন বা শিক্ষাক্ষেত্রে তাঁদের জন্য ইংরেজি মাধ্যম স্কুলের কথাও ঘোষণা করলেন তিনি। শুনুন এই বিষয়ে কী সিদ্ধান্তের কথা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)