সিবিআই-এর বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানা আসছেন কলকাতায়, কেন?

রাকেশ আস্থানারাকেশ আস্থানা

জাস্ট দুনিয়া ডেস্ক: রাকেশ আস্থানা এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর বিশেষ অধিকর্তা। সারদা, রোজ ভ্যালি এবং নারদ-কাণ্ডের তদন্তভার সিবিআই-এর হাতেই। আর সেই তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে কলকাতায় আসছেন রাকেশ আস্থানা। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলেই তিনি কলকাতায় আসছেন।

দিল্লি থেকে রাকেশ আস্থানা কলকাতায় আসছেন, এই খবর ছড়িয়ে পড়ার পর তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কেন হঠাৎ করে ওই গোয়েল্দা কর্তা কলকাতায় আসছেন? এত দিন তো দিল্লিতে বসেই তিনি সারদা, রোজ ভ্যালি এবং নারদ-কাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি দেখভাল এবং তদারকি করতেন। সম্প্রতি নারদ কাণ্ডের পাশাপাশি বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালি এবং সারদা নিয়ে দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে একটি বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। নারদ-সহ ওই দু’টি অর্থলগ্নি সংস্থার তদন্তে যে বহু প্রভাবশালীর নাম উঠে এসেছে, সেখানকার আলোচনায় ফের এক বার সেই সব বিষয় উঠে আসে। ওই সব প্রভাবশালীদের বিরুদ্ধে আদালতগ্রাহ্য তথ্য-প্রমাণের প্রয়োজন রয়েছে বলেই গোয়েন্দাদের মত। সেই তথ্য-প্রমাণের বাস্তবিক পরিস্থিতি খতিয়ে দেখতেই কি কলকাতায় আসছেন রাকেশ আস্থানা? জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আগামী অগস্ট মাসের শেষ সপ্তাহে নারদ তদন্তের গতিপ্রকৃতি নিয়ে হাইকার্টে রিপোর্ট পেশ করার কথা সিবিআই-এর। নারদ নিয়ে আদালতে গ্রহণযোগ্য কী কী তথ্য প্রমাণ এখন সিবিআইয়ের হাতে রয়েছে, তার প্রেক্ষিতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, রাকেশ আস্থানার সঙ্গে সে সব বিষয় নিয়েই তদন্তকারীদের আলোচনা হবে বলে জানা যাচ্ছে। বুধবারই তিনি তদন্তকারীদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।

রাকেশ আস্থানা কলকাতা আসছেন, এই খবর ছড়িয়ে পড়ার পরে সরব হয়েছে রাজনৈতিক দলগুলিও। সোমবার তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রতি বার নির্বাচনের আগে সিবিআইয়ের তৎপরতা শুরু হয়। সামনে ২০১৯ সালে লোকসভা নির্বাচন। তার আগে সিবিআই আবার উঠে পড়ে লেগেছে। পুরোটাই রাজনৈতিক কার্যকলাপ।

সাপ ধরতে পাইথনের পেটে চলে যাচ্ছিলেন জলপাইগুড়ির ফরেস্ট রেঞ্জার

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যদিও পার্থবাবুর কথার প্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন, তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজন যখন ধরা পড়েছিলেন, তখন কি ভোট ছিল? সিবিআইয়ের কাজ সিবিআই করছে।

অন্য দিকে সারদা মামলায় দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের আইনজীবী স্ত্রী, নলিনী চিদম্বরমকে নতুন করে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে আগামী ২০ জুন তাঁকে হাজির থাকতে বলা হয়েছে।