সিবিআই বনাম রাজীব কুমার মামলায় ‘গুরুতর’ স্টেটাস রিপোর্ট আদালতে

সিবিআই বনাম রাজীব কুমাররাজীব কুমার

জাস্ট দুনিয়া ডেস্ক: সিবিআই বনাম রাজীব কুমার মামলায় সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর স্টেটাস রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে কী সেই রিপোর্ট তা প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু সেই রিপোর্ট পড়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘সিবিআই অত্যন্ত গুরুতর কিছু বিষয় তুলে ধরেছে। তা দেখে সুপ্রিম কোর্টের পক্ষে চোখ বুজে বসে থাকা অসম্ভব।’’

মঙ্গলবার ওই মামলার শুনানির সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের কাছে জানতে চায়, শিলঙে রাজীব কুমারকে জেরা করে কী জানা গেল? এর পর সিবিআইয়ের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল হলুদ রঙের একটি মুখবন্ধ খামে বিচারপতিদের হাতে স্টেটাস রিপোর্ট তুলে দেন।

রাজ্য রাজনীতির আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

সেই রিপোর্ট পেয়ে পড়তে শুরু করেন বেঞ্চের তিন বিচারপতি। তার পর তিন জনের মধ্যে শুরু হয় আলোচনা। এর পর মধ্যাহ্নভোজের বিরতিতে যান বিচারপতিরা। ফিরে এসে প্রধান বিচারপতি মন্তব্য করলেন, ‘‘সিবিআই অত্যন্ত গুরুতর কিছু বিষয় তুলে ধরেছে। তা দেখে সুপ্রিম কোর্টের পক্ষে চোখ বুজে বসে থাকা অসম্ভব।’’

শীর্ষ আদালত সূত্রে খবর, সিবিআই স্টেটাস রিপোর্ট বাদেও একটি আর্জি জানিয়েছে। তবে কী সেই আর্জি তা জানা যায়নি। আদালত হলফনামা দিয়ে সেই আর্জি এবং সঙ্গে গোপন স্টেটাস রিপোর্টের স্বপক্ষে তথ্যপ্রমাণ দাখিল করতে বলেছে। এবং সেটা আগামী ১০ দিনের মধ্যে করতে হবে। এর পর দু’পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ খতিয়ে দেখবে আদালত।

১০ দিন পরে সিবিআই শীর্ষ আদালতে কী আর্জি জানাবে, তা নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে কি নিজেদের হেফাজতে নিয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের আর্জি জানানো হবে, ভোটের মরসুমে তা নিয়েও শোরগোল রাজ্য রাজনীতিতে।

রাজীবের সঙ্গেই রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিল সিবিআই। এ দিন সেই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভি মুখ্যসচিব ও ডিজিকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানান। প্রধান বিচারপতি সেই আর্জি খারিজ করে দিয়েছেন।

অন্য দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ দিন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, রাজ্যের কয়েক জন আইপিএস অফিসার মমতার রাজনৈতিক ধর্নামঞ্চে হাজির হয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তাঁদের রিপোর্ট অনুযায়ী একমাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার জাভেদ শামিম ছাড়া বাকিরা রাজনৈতিক ধর্নামঞ্চেই যোগ দিতে গিয়েছিলেন।

জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন

রাজীব কুমারকে ডাকা হল বুধবারেও, এক-দুই করে পর পর পাঁচ দি‌ন!