বৃষ্টি-অবরোধে নাজেহাল শহর ও শহরতলীর জনজীবন

বৃষ্টি-অবরোধে নাজেহাল শহরজলবন্দী বিটি রোড, মঙ্গলবার রাতের ছবি। —নিজস্ব চিত্র

জাস্ট দুনিয়া ডেস্ক: বৃষ্টি-অবরোধে নাজেহাল কলকাতা ও শহরতলীর জনজীবন। সকাল থেকেই শহরতলীর বিভিন্ন রেল স্টেশনে অবরোধে নামে সাধারণ মানুষ। সোদপুর, দমদম, বনগাঁও, গোবরডাঙা, বারাসত, বসিরহাট, মধ্যমগ্রাম, নিউব্যারাকপুরসহ বিভিন্ন স্টেশনে ভরা অফিস টাইমে দাড়  করিয়ে দেওয়া হয় ট্রেন। কোথাও পৌণে আটটা তো কোথাও পৌণে ন’টা থেকে শুরু হয় অবরোধ। সেটা পুরো অফিস টাইম যাতে সমস্যায় পড়েন নিত্ত যাত্রীরা। জানা যায় অসমের পরিস্থিতির ও এনসিআর-এর বিরধিতা করেই এই অবরোধ। ১০ নাগাদ উঠে যায় অবরোধ।

এতো গেল অবরোধ। যা মানুষের সৃষ্টি। কিন্তু প্রকৃতির রোষ থেকে কী ভাবে আর মুক্তি পাবে মানুষ। তাই প্রবল বৃষ্টি মাথায় করেই রাস্তায় বেরিয়ে পড়তে হয়েছে মানুষকে। কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি। মঙ্গলবার তা আবার প্রবল আকাড় নেয়। যাতে নতুন করে বিভিন্ন রাস্তায় জল জমে যায়। অফিস ফিরতি মানুষরা প্রবল সমস্যায় পড়ে। মধ্য রাত পর্যন্ত চলে জানজট। বিটি রোড চলে যায় জলের তলায়। বিটি রোডের আসপাশের সব রাস্তায়ই জল জমে যায়। জল জমে রয়েছে দমদম ও পাতিপুকুর আন্ডারপাসে। সকাল থেকে থমকে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। এজেসি বোস, মা উড়ালপুলেও জানজট দেখা দিয়েছে।

 কানাড়া ব্যাঙ্ক এটিএম কার্ড গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে হঠাৎই উধাও টাকা

বুধবার সকাল থেকেই আবার শুরু হয় বৃ্‌ষ্টি। জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আরও ৪৮ ঘণ্টা এমনই পরিস্থিতি থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই অবস্থা। দার্জিলিং,  কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো প্রায় সব জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  এর সঙ্গে দক্ষিণবঙ্গেল জেলা দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরেও প্রবল বৃষ্টিইর পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরসূত্রে পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের উপর একটি ধূর্ণাবর্ত রয়েছে। আর একটি অবস্থান করছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি। যা ডায়মন্ডহারবার, শান্তিনিকেতনের উপর দদিয়ে চলে গিয়েছেউত্তর এবং পূর্ব বঙ্গোপসাগরে। যে কারণে বৃষ্টি দীর্ঘায়িত হবে। কলকাতাও এর হাত থেকে রক্ষা পাবে না। যার ফলে সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের।

আবহাওয়া দফতর সূত্রে পাওয়াআ মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাপ মিলিমিটারের হিসেবে দেখে নিন একনজরে…

মানিকতলা ১৩, বীরপাড়া ২৪, বেলগাছিয়া ১৬, ধাপা ২১, তপসিয়া ২৮, উল্টোডাঙা ২৫, পামারব্রিজ ১৬, ঠনঠনিয়া ১৪, বালিগঞ্জ ২০, মোমিনপুর ২৫, চেতলা ২০, যোধপুর ১৩, কালীঘাট ১৯, কামডহরি ১৩, সিপিটি ক্যানেল ১৯, দত্তাবাগান ২০, ঝিনজিরা বাজার ২৮, বেহালা ২৮।