Purulia Admin Meet Day 1: মুখ্যমন্ত্রী আটকালেন ভুঁড়িতে

Bardhaman District Meet

জাস্ট দুনিয়া ব্যুরো: জেলায় জেলায় ঘুরে কাজের খতিয়ান তো তিনি নেনই। সোমবার তিনি ছিলেন পুরুলিয়ায় (Purulia Admin Meet Day 1)। আর সেখানেই ঝালদা পুরসভার পুরপ্রধানের ভুঁড়ি দেখে রীতিমতো আঁতকে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক ঘুরে গেল শারীরিক সুস্থ্যতার বৈঠকে। যখন ১২৫ কেজির সুরেশ আগরওয়ালের ভুঁড়ি নিয়ে কথা চলছে তখন গোটা রবীন্দ্র ভবনের ঠোঁটের কোণায় লেগে হাসি। কেউ তো আবার সব ভুলে রীতিমতো হাসিতে ফেটে পড়লেন। যদিও তাতে ভ্রুক্ষেপ নেই পুরপ্রধানের। তিনি বলে চললেন, তিনি কী কী করেন। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও হেসে ফেললেন। মিটিং শেষর এই অংশই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুনুন পুরুলিয়া থেকে প্রশাসনিক বৈঠক—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle