পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গণতন্ত্রকে হত্যা করা হয়েছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীগণতন্ত্রকে হত্যা করা হয়েছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জাস্ট দুনিয়া ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপি-র সদর দফতরে দাঁড়িয়ে রাগত ভঙ্গিতে এমন বাক্যই ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা শুনে কার্যত ক্ষেপে গিয়েছে এ রাজ্যের শাসকদল তৃণমূল। দলের মহাসচিব পাল্টা বিজেপিকে আক্রমণ শানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী না জেনে কথা বলছেন।

সোমবার এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে। মঙ্গলবার আরও কয়েক জনের দেহ উদ্ধার হয়েছে। গত কালের সংঘর্ষে আহত কয়েক জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। সব মিলিয়ে সংখ্যাটা নেহাত কম নয়। রাজ্য জুড়েই চলেছে সন্ত্রাস। রক্তে ভেসে গিয়েছে গোটা র‍াজ্য। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে রাজ্যের রক্তাক্ত সেই ভোটচিত্র। এ দিন মোদী সেই সব ঘটনার প্রেক্ষিতেই কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে।

পঞ্চায়েত নির্বাচন, ভোট না হোলি, বোঝা দায়!

এ দিন ছিল কর্নাটক বিধানসভার ফলপ্রকাশ। বিজেপি ম্যাজিক ফিগার ছুঁতে না পারলেও ওই রাজ্যে যথেষ্ট ভাল ফল করেছে। সব কিছু ঠিক থাকলে একক ভাবে ১০৪টি আসন জিতে তাদের সরকার গড়ার সম্ভাবনা। এ দিন সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপি-র সদর দফতরে দলীয় বৈঠকের পর কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। সেখানেই পশ্চিমবঙ্গের নির্বাচনী হিংসার প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী।

কাল গোটা দেশ টিভিতে দেখেছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রকে কী ভাবে হত্যা করা হয়েছে। মনোনয়ন থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত কোথাও গণতন্ত্রের স্বীকৃতি নেই। কেউ মনোনয়নপত্র জমা দিতেই পারেনি।

নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কী বলেছেন? হিন্দিতে বলা মোদীর সেই ভাষণের বাংলা তর্জমা করলে দাঁড়ায়— কাল গোটা দেশ টিভিতে দেখেছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রকে কী ভাবে হত্যা করা হয়েছে। মনোনয়ন থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত কোথাও গণতন্ত্রের স্বীকৃতি নেই। কেউ মনোনয়নপত্র জমা দিতেই পারেনি। ব্যালট বাক্স পুকুর থেকে উদ্ধার হয়েছে। শুধু বিজেপি-র কর্মীদের খুন করা হয়েছে এমনটা নয়, শাসকদল বাদে সব বিরোধীকেই সমস্যায় পড়তে হয়েছে। কেউ বাকি নেই। গণতন্ত্রবিরোধী যা কিছু হয়েছে, তা কিন্তু ভীষণ চিন্তার বিষয়। গত শতাব্দীর পুরোটা দেখুন, দেশের পথপ্রদর্শকমূলক প্রতিটি কাজ বাংলার মাটি থেকে হয়েছে। বাংলা বলতেই গর্বের অনুভূতি হয়। এমন মহান মানুষদের মাটি রাজনীতির স্বার্থের জন্য রক্তে ভাসিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনে কে জিতবে, কে হারবে, সেটা পরের কথা! কিন্তু গণতন্ত্রের বুকে যে আঘাত লাগল, সেই ক্ষত নিরাময়ে সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ, দেশের আইন বিভাগকে নিজের নিজের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমি আজ এখানে কোনও দলের বিরুদ্ধে কথা বলতে এখানে আসিনি। আমার চিন্তা, দেশের গণতন্ত্র।

বাংলা বলতেই গর্বের অনুভূতি হয়। এমন মহান মানুষদের মাটি রাজনীতির স্বার্থের জন্য রক্তে ভাসিয়ে দেওয়া হয়েছে।

মোদীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছে, এ রাজ্যে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে তৃণমূলেরই কর্মীদের খুন হতে হয়েছে। পশ্চিমবঙ্গে গণমতন্ত্র সুরক্ষিত। মোদীজি সবটা না জেনেই কথা বলছেন।