ওলা-উবরের ভাড়া কমছে, আগামী ২০ জুলাই থেকে কলকাতায় নয়া বিধি

ওলা-উবরের ভাড়া কমছেওলা-উবরের ভাড়া কমছে

জাস্ট দুনিয়া ডেস্ক: ওলা-উবরের ভাড়া কমছে শহরে। পরিবহণ দফতরের নির্দেশ মেনে আগামী ২০ জুলাই থেকেই শহরে অ্যাপ-ক্যাবের ভাড়া কমানো হবে বলে জানিয়েছে ওই দুই সংস্থা।

প্রাকৃতিক দুর্যোগের দিন হোক বা উৎসব পার্বণের রাত— প্রয়োজনের সময় অ্যাপ-ক্যাবের ভাড়া অনেক গুণ বেড়ে যায় বলে অনেক দিন ধরেই অভিযোগ পাচ্ছিল পরিবহণ দফতর। সার্জ প্রাইসের নামে প্রতি ক্ষেত্রে প্রায় তিন-চার গুণ করে বেশি ভাড়া নেওয়া অভিযোগ উঠত। সম্প্রতি ওই দুই সংস্থাকে চিঠি দিয়ে পরিবহণ দফতরে ডেকে পাঠানো হয়। সেখানে তাদের সঙ্গে ভাড়া কমানোর বিষয়ে বৈঠক করেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

ওই বৈঠকেই সংস্থাগুলি জানিয়ে দেয়, কোনও এলাকায় গাড়ির প্রতুলতা, চাহিদা এবং জোগানের উপর ভিত্তি করেই বেস ফেয়ারের সঙ্গে জুড়ে যায় সার্জ প্রাইস। আর তার ভিত্তিতেই নির্ধারিত হয় ওলা-উবরের ভাড়া। কিন্তু সরকার স্পষ্ট ভাবে ওই দুই সংস্থাকে জানিয়ে দেয়, সার্জ প্রাইসের নামে যখন তখন ভাড়া বাড়ানো যাবে না। পাশাপাশি কমাতে হবে বেস ফেয়ারও।

এর পর শুক্রবার চিঠি দিয়ে ওই দুই সংস্থা পরিবহণ দফতরকে জানিয়ে দেয়, তারা ভাড়া কমাতে প্রস্তুত। আগামী ২০ জুলাই থেকে ওই দুই সংস্থা তাদের বেস ফেয়ার ৬০ টাকা থেকে কমিয়ে ৪০-এ নামাচ্ছে। এমনকি, দিনের ব্যস্ত সময়ে কোনও সার্জ প্রাইস তারা লাগু করবে না। এর ফলে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই কলকাতা এবং শহরতলির একটা বড় অংশে ওলাউবরের ভাড়া অনেকটাই কমতে চলেছে।

দিনের কোন কোন সময়ে সার্জ প্রাইস লাগু করা যাবে ভাড়ায় তা-ও নির্ধারণ করে দিয়েছে পরিবহণ দফতর। শুধু তাই নয়, সার্জ প্রাইসের সর্বাধিক সীমা ৪৫ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপ নির্ভর ক্যাব এ বার থেকে সরকারি নজরদারিতে

আগামী ২০ জুলাই থেকে ওলা এবং উবর— দুই সংস্থা তাদের বেস ফেয়ার ৬০ টাকা থেকে কমিয়ে ৪০-এ নামাচ্ছে।


এমনকি, দিনের ব্যস্ত সময়ে কোনও সার্জ প্রাইস লাগু করা যাবে না।


এর ফলে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই কলকাতা এবং শহরতলির একটা বড় অংশে ওলা-উবরের ভাড়া অনেকটাই কমতে চলেছে।


দিনের কোন কোন সময়ে সার্জ প্রাইস লাগু করা যাবে ভাড়ায় তা-ও নির্ধারণ করে দিয়েছে পরিবহণ দফতর।


শুধু তাই নয়, সার্জ প্রাইসের সর্বাধিক সীমা ৪৫ শতাংশে বেঁধে দিয়েছে পরিবহণ দফতর।