বাংলায় তৃতীয় দফার ভোট কেড়ে নিল এক জনের প্রাণ, মুর্শিদাবাদে

বাংলায় তৃতীয় দফার ভোটবাংলায় তৃতীয় দফার ভোট

জাস্ট দুনিয়া ডেস্ক: বাংলায় তৃতীয় দফার ভোট অশান্তিময়। ঝরল রক্ত। গেল প্রাণ। মুর্শিদাবাদের ভগবানগোলায় মৃত্যু হল টিয়ারুল শেখ নামে এক জনের। ৬৫ বছরের টিয়ারুল কংগ্রেস কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

কংগ্রেসের দাবি, ছাপ্পা ভোটের প্রতিবাদ করতে গিয়ে বুথের বাইরেই তাদের কর্মী টিয়ারুল শেখকে তৃণমূলের হাতে খুন হতে হয়েছে। এই অভিযোগের পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা ও মানুষের নিরাপত্তা নিয়ে পথে নেমেছে কংগ্রেস।

এ দিনই দক্ষিণ মালদহ কেন্দ্রের অন্তর্গত মুর্শিদাবাদের সমশেরগঞ্জের একটি বুথের বাইরে বেলা সাড়ে তিনটে নাগাদ জনা কয়েক দুষ্কৃতী জড়ো হয়ে বুথ দখলের পরিকল্পনা করছিল বলে নির্বাচন কমিশনের অভিযোগ। প্রহরারত বিএসএফ জওয়ানেরা তাদের সতর্ক করলেও কাজ হয়নি। এর পর শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়ে তাদের তাড়ানো হয় বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

ভোটের আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

তবে এত কিছুর পরেও নির্বাচন কমিশন আগের দু’দফার মতোই তৃতীয় দফার ভোটও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছে। কংগ্রেস, সিপিএম গন্ডগোলের অভিযোগ করলেও বিজেপির মতে, যেখানে বাহিনী ছিল, সেখানে গোলমাল হয়নি। যদিও ভগবানগোলার ঘটনা বাহিনী মোতায়েন এবং তাদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।

তৃণমূলের বাহিনীর হাতে টিয়ারুলের খুনের অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) আরিজ আফতাবের দফতরের বাইরে মঙ্গলবার বিকেলে ধর্না- বিক্ষোভে বসেছিলেন কংগ্রেস কর্মীরা। তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছেন, মৃত্যু হয়েছে পারিবারিক বিবাদে। ওই ঘটনার সঙ্গে ভোটের যোগ আছে কি না, তা নিয়ে স্পষ্ট কিছু বলেলনি সিইও।

মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে কিছু গোলমালের অভিযোগ এসেছে। চাঁচলের ধুমসাডাঙিতে স্থানীয় বাসিন্দারাই রুখে দাঁড়িয়েছিলেন। ভোটকেন্দ্র থেকে এক কিলোমিটার দূরে মঙ্গলবার ভোরে তিনটি বোমা ফাটানো হয়। তার পরেও বুথে যাওয়ার সময় বাসিন্দারা দেখেন, একটি আমবাগানে আগ্নেয়াস্ত্র হাতে রাস্তা আটকে রয়েছে এক দল দুষ্কৃতী। ক্ষুব্ধ বাসিন্দারা এর পরে জোট বেঁধে লাঠিসোটা হাতে দুষ্কৃতীদের তাড়া করেন।

লোকসভা ভোটের দ্বিতীয় দফা, রাজ্যে মোটের উপর শান্তিতে নির্বাচন

হরিশ্চন্দ্রপুরে বাইক বাহিনী ইভিএম ভেঙে গন্ডগোল করেছে বলে দাবি। পুলিশ জানায়, সবই খতিয়ে দেখা হচ্ছে। বালুরঘাট কেন্দ্রের কুমারগঞ্জে তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগমের বিরুদ্ধে বুথের সামনে দাঁড়িয়ে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের কাছে রিপোর্টচেয়েছে কমিশন।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

এত কিছুর পরেও নির্বাচন কমিশন আগের দু’দফার মতোই তৃতীয় দফার ভোটও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছে। কংগ্রেস, সিপিএম গন্ডগোলের অভিযোগ করলেও বিজেপির মতে, যেখানে বাহিনী ছিল, সেখানে গোলমাল হয়নি। যদিও ভগবানগোলার ঘটনা বাহিনী মোতায়েন এবং তাদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।