মুকুল রায় অন্য দলে, এ বার দল ও বিধায়ক পদ ছাড়া উচিত: দিলীপ ঘোষ

মুকুল রায় অন্য দলে‘‘মুকুল রায় অন্য দলে গিয়েছেন। এ বার দল ও বিধায়ক পদও ছাড়া উচিত,’’— বললেন দিলীপ।

জাস্ট দুনিয়া ব্যুরো: মুকুল রায় অন্য দলে, এ বার তাঁর দল এবং  বিধায়ক পদও ছাড়া উচিত। মঙ্গলবার এমন মন্তব্যই করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ দিন তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই দিলীপ মন্তব্য করেন, মুকুল রায় দল ছেড়েছেন, এ বার বিধায়ক পদও ছাড়া উচিত।

এ বারের বিধানসভা নির্বাচনে দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে নদিয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে ভোটে দাঁড় করায় বিজেপি। সেই লড়াইয়ে মুকুল জিতে বিধায়ক হন। কিন্তু ২ মে ভোটের ফল বেরনোর মাসখানেক কাটতে না কাটতেই তিনি গত ১১ জুন তৃণমূলে যোগ দেন। এই তৃণমূল থেকেই ২০১৭ সালে তিনি বিজেপিতে গিয়েছিলেন। যদিও তৃণমূলে যোগ দেওয়ার আগে তিনি বিজেপি নেতৃত্বকে কোনও কিছুই জানাননি বলে গেরুয়া শিবিরের দাবি। এমনকি তার পরেও তিনি বিধায়ক পদ থেকে ইস্তফাও দেননি।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

এই নিয়ে এত দিন সরব হতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। তিনি বারংবার দলত্যাগ বিরোধী আইননিয়ে সরব হয়েছেন গত কয়েক দিনে। এ রাজ্যে ওই আইন প্রয়োগ করে ছাড়বেন বলেও হুঁশিয়ারিও দেন। গত কাল সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করে ওই দাবি জানিয়ে এসেছেন। বিধানসভার স্পিকারের কাছে আবেদন জানানোর পাশাপাশি প্রয়োজনে বিষয়টি নিয়ে আদালতেও যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। তবে এত দিন এ বিষয়ে নীরব ছিলেন বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সেই নীরবতা ভাঙলেন রাজ্য বিজেপি সভাপতি। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন, মুকুল রায়ের উচিত বিধায়ক পদ ছেড়ে দেওয়া। তাঁর কথায়, ‘‘মুকুল রায় অন্য দলে, এ বার তাঁর দল এবং  বিধায়ক পদও ছাড়া উচিত।’’

যদিও এ প্রসঙ্গে ‘আইন’-এর যুক্তিই দেখিয়েছেন মুকুল রায়। এ দিন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। গত রবিবার পার্থের মা শিবানী চট্টোপাধ্যায় মারা গিয়েছেন। দীর্ঘ দিনের সহযোদ্ধা পার্থ এবং তাঁর পরিবারকে সমবেদনা জানাতে এ দিন নাকতলায় গিয়েছিলেন মুকুল। সঙ্গে গিয়েছিলেন তাঁর ছেলে শুভ্রাংশুও। মুকুলের বেশ কয়েক অনুগামীও তাঁর সঙ্গে ছিলেন বলে জানা গিয়েছে। শিবানীদেবীর ছবিতে মালা দিয়ে মুকুল বেশ কিছু ক্ষণ পার্থের সঙ্গে কথা বলেন। কী নিয়ে কথা হয়েছে, তা জানা যায়নি। তবে পার্থর বাড়ি থেকে বেরনোর সময় মুকুলকে তাঁর বিধায়ক পদ এবং দলত্যাগ বিরোধী আইন নিয়ে জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি বলেন, ‘‘আইনে যা আছে, তাই হবে।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)