মোবাইল অ্যাপ নির্ভর ক্যাব এ বার থেকে সরকারি নজরদারিতে

মোবাইল অ্যাপ নির্ভর ক্যাবমোবাইল অ্যাপ নির্ভর ক্যাব

জাস্ট দুনিয়া ডেস্ক: মোবাইল অ্যাপ নির্ভর ক্যাব নাকি প্রয়োজনের সময়ে পাওয়া যায় না। শুধু তাই নয়, দিনের ব্যস্ত সময় তো বটেই রাতের দিকে যখন গাড়ির সংখ্যা কমে যায়, তখন তাদের ভাড়া প্রায় দ্বিগুণ, তিন গুণ হয়ে যায়। যাত্রীরা দীর্ঘ দিন ধরেই এমন অভিযোগ জানিয়ে আসছিলেন। এ বার সেই সব অভিযোগ নিয়ে নড়েচড়ে বসল রাজ্য পরিবহণ দফতর।

হাওড়া বা শিয়ালদহ স্টেশন, বিমানবন্দর বা ধর্মতলা— না শুধু এ সব জায়গা নয়, শহরের যে কোনও প্রান্তেই অ্যাপ নির্ভর ক্যাব বুকিং-এর ক্ষেত্রে যাত্রীদের নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। ঝড়-বর্ষার রাতে একই দূরত্বের জন্য অন্য দিনের তুলনায় কখনও কখনও দ্বিগুণ বা তিন গুণ ভাড়া বেশি গুনতে হয়। রাত একটু বাড়লেও একই সমস্যা। আবার দিনের ব্যস্ত সময়েও গ্যাঁটের টাকা খসাতে হয় বেশি। সব মিলিয়ে যাত্রী অভিজ্ঞতা বলে, অ্যাপ নির্ভর গাড়ি বুকিং সংস্থাগুলি সময়-সুযোগ মতো যাত্রীদের পকেট কাটছে। এবং যাত্রীদের অন্য কোনও উপায় না থাকায়, তাঁরা সেই গাড়ি চড়তে বাধ্য হচ্ছেন।

শুধু যাত্রীরাই নন, শহরের পথে ছুটে চলা হলুদ ট্যাক্সিচালক এবং তাঁদের সংগঠনও এই সব অভিযোগ নিয়ে বার বার সরকারের দ্বারস্থ হয়েছেন। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি এত দিন। তাঁদের বক্তব্য ছিল, হলুদ ট্যাক্সি যদি সরকারের নজরে থাকে, তাদের ভাড়া ব্যবস্থা যদি সরকার টিক করে দিতে পারে, তবে অ্যাপ নির্ভর গাড়ির ক্ষেত্রে সরকার কেন নজরদারি করবে না? এ বার সেই বিষয়ে নজর দিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। দফতরের একটি সূত্র জানিয়েছে, অ্যাপ নির্ভর ক্যাব বুকিং-এর কয়েকটি সংস্থাকে এ বিষয়ে নোটিস পাঠানো হয়েছে। সারচার্জের কারণ দেখিয়ে কেন বিভিন্ন সময়ে ভাড়া বাড়িয়ে দেওয়া দেওয়া হয়, তার কারণ জানতে চাওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সেই সংক্রান্ত জবাবও চেয়ে পাঠানো হয়েছে।

সি লিঙ্কের সঙ্গে মনেরও লিঙ্ক হয়ে গেল অজান্তেই

সংস্থাগুলি কী জবাব দেয়, তার উপর ভিত্তি করেই পরিবহণ দফতর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্দেশিকা জারি করবে বলেই জানা গিয়েছে। কিন্তু, সেই ব্যবস্থা কী? পরিবহন দফতর সূত্রের খবর, এখনই তা বলা সম্ভব নয়। জবাব কী আসে, তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে দিল্লিতে এই ধরনের ক্যাব সংস্থাগুলিকে নোটিস ধরিয়ে সারচার্জ বাড়ানোর বিষয়টি বন্ধ করা হয়েছে। সেখানে কোনও ক্যাব সংস্থাই হঠাৎ করে সারচার্জ বাড়িয়ে দিতে পারে না বলেই সূত্রের খবর।