মেট্রোয় বিভ্রাট, বোমাতঙ্ক, দিনভর সমস্যায় ভুগলেন যাত্রীরা

মেট্রোয় বিভ্রাটমেট্রোয় বিভ্রাট

জাস্ট দুনিয়া ডেস্ক: মেট্রোয় বিভ্রাট ফের কলকাতায়। শুক্রবার রবীন্দ্র সরোবরের পরে শনিবার পার্ক স্ট্রিট। আবারও বিকল হয়ে গেল মেট্রো। শুধু তাই নয়, সকালের দিকে রবীন্দ্র সদন মেট্রোয় বোমাতঙ্ক দেখা দেয়। তাতেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীর।

যাত্রীদের অভিযোগ, এ দিন সওয়া দুটো নাগাদ দমদমমুখী একটি এসি রেক পার্ক স্ট্রিট স্টেশনে পৌঁছয়। মেট্রো থেকে প্ল্যাটফর্মে যাত্রীদের নামাওঠা শেষ হওয়ার পর মেট্রোটির দরজা বন্ধ হয়ে যায়। মিনিট পাঁচেক চেষ্টার পরেও চালক মেট্রো চালু করতে ব্যর্থ হন। এর পর যাত্রীদের নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তার আগেই আচমকা এসি বন্ধ হয়ে যায়। নিভে যায় কামরার আলোগুলিও। অন্ধকারের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিনিট পাঁচেক ধরে অন্ধকার কামরায় আটকে ছিলেন শয়ে শয়ে যাত্রী।

মিনিট পাঁচেক পরে মেট্রোর কামরার দরজা খোলে। সকলেই তাড়াহুড়ো করে নামতে শুরু করেন। সেই সময় আতঙ্ক এবং হুড়োহুড়িতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। যদিও মেট্রো কর্তৃপক্ষ সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কিছু ক্ষণ পর অন্য একটি মেট্রো পার্ক স্ট্রিট স্টেশনে পৌঁছয়। যাত্রীরা তাতে চেপে ফের গন্তব্যে রওনা হন। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, আগের রেকটি সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছিল। সেটি পরে যাত্রী নিয়ে দমদমের দিকে রওনা হয়। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একটি এসি রেক পার্ক স্ট্রিটে নো-মোটরিং-এর সমস্যায় পড়েছিল। সাময়িক ভাবে রেকটির মোটরে বিদ্যুৎ সরবরাহ থমকে যাওয়াতেই বিপত্তি। এর জেরে আট মিনিট মেট্রো চলাচল ব্যহত হয়েছে।

সিবিএসই-র ফল প্রকাশ, শীর্ষ তালিকায় মেয়েরাই

এ দিন সকালে আরও একটি ঘটনায় মেট্রো খবরের শিরোনামে উঠে আসে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে ঢোকার মুখে একটি পরিত্যক্ত টিনের কৌটো ঘিরে সেখানে বোমাতঙ্ক ছড়ায়।

যাত্রীদের একাংশের অভিযোগ, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের উত্তর প্রান্তে এক্সাইড মোড়ের দিকের গেটে দু’টি চলমান সিঁড়িই সম্প্রতি মেরামতির কাজের জন্য বন্ধ রয়েছে। এ দিন সকাল ১০টা নাগাদ উত্তর প্রান্তের দিকে সিঁড়ির কাছে টিকিট কাউন্টারের কাছাকাছি একটি খালি টিনের কৌটো দেখতে পান মেট্রো কর্মীরা।  মেট্রো কর্মীরা সঙ্গে সঙ্গে খবর দেন ভবানীপুর থানায়। কিছু ক্ষণের মধ্যেই পুলিশ এবং বম্ব স্কোয়্যাড পৌঁছয় রবীন্দ্র সদন স্টেশনে। পরিত্যক্ত কৌটোটি সুরক্ষিত ভাবে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে পুলিশ কুকুর আনিয়ে স্টেশন চত্বরে তল্লাশি চালানো হয়। তবে, তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এই ঘটনায় মেট্রো চলাচল ব্যাহত হয়নি বলে খবর।