কলকাতায় গ্রেফতার মণিপুরী জঙ্গি, বড় কোনও ষড়যন্ত্রের সন্দেহ

মণিপুরী জঙ্গি

জাস্ট দুনিয়া ব্যুরো: মণিপুরী জঙ্গি গ্রেফতার কলকাতায়। শনিবার স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয় এই ব্যক্তি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও প্রচুর গুলি।

মণিপুরী এই ব্যক্তির নাম অমন নেলসন সিং ওরফে চিংখেই কুমান। ২৮ বছরের অমনের দাবি সে মণিপুরের কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (কেসিপি)র চেয়ারপার্সন। কিন্তু কলকাতায় কী উদ্দেশে তার আগমণ তা সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তদন্তকারীরা অবশ্য গুরুত্বের সঙ্গে দেখছেন পুরো ঘটনাটি। হতেই পারে বড় কোনও ষরযন্ত্র করতেই কলকাতায় এসেছিল ওই মণিপুরী জঙ্গি।

সেই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে  একটি নাইন এমএম, দু’টি সেভেন এমএম পিস্তল। সঙ্গে তিন রাউন্ড তাজা কার্তুজ। পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তি স্বীকার করে নিয়েছেন মণিপুরের বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল তার দল। তার মধ্যে সম্প্রতি মণিপুরের এক গয়নার দোকানে ডাকাতিতে যুক্ত ছিল এই ব্যক্তি বলে জানা গিয়েছে।

স্ট্র্যান্ড রোড ধর্ষণ কাণ্ড