মোদীর শপথে মমতা দিল্লি যাচ্ছেন জানিয়ে বললেন ‘এটা সাংবিধানিক সৌজন্য’

উপনির্বাচনের দিন ঘোষণা

জাস্ট দুনিয়া ডেস্ক: মোদীর শপথে মমতা যাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় সে কথাই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে দাঁড়িয়ে।

এর আগে লোকসভা নির্বাচন পর্বে মোদী-মমতা পরস্পরকে আক্রমণ করে প্রচার অভিযান চালিয়েছেন। কেউ কাউকে এক ফোঁটা জমি ছেড়ে দেননি। যদিও ভোটে বিপুল ভাবে জেতার পরে সংসদের সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রচারে কে কী বলেছেন মনে না রেখে সকলে মিলে উন্নয়নের কাজ করতে চান তিনি।

এ বার সৌজন্য এবং আনুষ্ঠানিকতায় সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ স্বীকার করে বুধবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরোনোর সময় মমতা সাংবাদিকদের বলেন, ‘‘সংবিধানে কয়েকটি আনুষ্ঠানিকতা রয়েছে। এটা সাংবিধানিক সৌজন্য। মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির শপথ গ্রহণের যখন আমন্ত্রণ পাই, তখন চেষ্টা করি যাওয়ার।’’

ভোটের প্রচার এবং ভোট পর্ব যত এগিয়েছে, মোদী-মমতা তরজার তাপ ততই বেড়েছিল। রাজ্যে গণতন্ত্রের হত্যা, স্বৈরাচার চালানো, দুর্নীতি ও সিন্ডিকেট-রাজকে প্রশ্রয় দেওয়ার দায়ে মমতাকে কাঠগড়ায় তুলেছেন মোদী। আর মমতাও বলতেন, এক জন কাউন্সিলর হওয়ার যোগ্যতাও মোদীর নেই। মোদীকে কান ধরে ওঠবোস করানোর কথাও বলেছিলেন। এমনকি গণতান্ত্রিক থাপ্পড়ও মারা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি।

‘‘সংবিধানে কয়েকটি আনুষ্ঠানিকতা রয়েছে। এটা সাংবিধানিক সৌজন্য। মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির শপথ গ্রহণের যখন আমন্ত্রণ পাই, তখন চেষ্টা করি যাওয়ার।’’

সে সবের পর মোদীর শপথে মমতা যাচ্ছেন, এই খবরে রাজনৈতিক মহল যথেষ্ট উৎফুল্ল। যদিও মমতার এই যাওয়া নিয়ে বিজেপি শিবিরের কেউ কোনও মন্তব্য করেননি।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)