আবার আসিব ফিরে, বিধানসভার মেয়াদকালের শেষ দিনে আত্মপ্রত্যয়ী মমতা

আবার আসিব ফিরে

জাস্ট দুনিয়া ব্যুরো: আবার আসিব ফিরে… বিধানসভার মেয়াদকাল ফুরনোর দিনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শেষ হল বাজেট অধিবেশন। একই সঙ্গে ফুরলো এই বিধানসভার মেয়াদও। নির্বাচনের পর নবনির্বাচিত বিধায়কদের নিয়ে ফের বিধানসভা বসবে। তার আগে সোমবার শেষ দিনে সমস্ত বিধায়কদের একসঙ্গে ছবি তোলার পর্ব ছিল। সেখানে ছিলেন মুখ্যমন্ত্রীও। সেই ছবি তোলার শেষে মমতা বলেন, ‘‘আমি ফিরে আসব।’’

তবে এ দিন একসঙ্গে ছবি তোলার সময় কংগ্রেস এবং বাম বিধায়কদের কেউই সেখানে ছিলেন না। তৃণমূল এবং বিজেপি-র বিধায়করা ছিলেন। একসঙ্গে ছবি তোলার পর মমতা বেরিয়ে যাচ্ছেন যখন, তখন তিনি দু’আঙুল তুলে জয়ের চিহ্ন দেখান (ইংরেজি ভি অক্ষরের মতো)। সেই সময়েই তাঁর আবার আসিব ফিরে মন্তব্য। পরে বিধানসভার কর্মীদের সঙ্গেও ছবি তোলেন স্পিকারের ঘৱের সামনে দাঁড়িয়ে। সেখানেও মমতার মন্তব্য, আবার আসিব ফিরে…


আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

কংগ্রেস কেন বয়কট করল এ দিনের ওই ছবি তোলার পর্ব? এ প্রসঙ্গে প্রশ্ন করলে বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান বলেন, ‘‘গণতন্ত্রে বিরোধীদের যে মর্যাদা রয়েছে তা গত পাঁচ বছরে এই সরকার দেয়নি। কোনও প্রশাসনিক বৈঠকে ডাকার প্রয়োজন বোধ করেনি। এই ছবি তোলার আয়োজনে বোঝাতে চায় যে ওরা কত গণতান্ত্রিক! আমরা তাই যাইনি।’’

বাম বিধায়কেরা কেন ছবি তুলতে গেলেন না? বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বললেন, ‘‘এই অগণতান্ত্রিক সরকারের সঙ্গে এক ফ্রেমে যেতে আমরা নারাজ।’’

অন্য দিকে বিজেপি-র পরিষদীয় দলনেতা তথা মাদারীহাটের বিধায়ক মনোজ টিগ্গা বলছেন, ‘‘আমরা পাঁচ বছর একে অপরের সঙ্গে কাজ করেছি। এটা একটা স্মৃতি হয়ে থাকবে। সেই স্মৃতিটাকে সম্মান দিয়েই আমরা ছবি তুলতে গিয়েছি। এতে কোনও রাজনীতি নেই।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)