কাকদ্বীপে মমতা: স্বাভাবিক পরিস্থিতিতে ফেরাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

কাকদ্বীপে মমতা বন্দ্যোপাধ্যায়কাকদ্বীপে মমতা বন্দ্যোপাধ্যায়

জাস্ট দুনিয়া ডেস্ক: কাকদ্বীপে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ফের গেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার একটা বড় অংশের ক্ষয়ক্ষতি আকাশপথে দেখে এসেছিলেন। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ক্ষয়ক্ষতি দেখে জেলা প্রশাসনের করণীয় নির্দিষ্ট করে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলা পরিষদ পুলিশ সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে জানিয়ে গেলেন, সরকারের প্রতিটি পয়সা গুরুত্বপূর্ণ এবং তা খরচ করতে হবে দুর্গত এলাকার পুনর্গঠনে। তাঁর নির্দেশ, কোনওভাবেই এই কাজে দেরি করা যাবে না।


ঘূর্ণিঝড় সংক্রান্ত সব খবর পড়তে এখানে ক্লিক করুন…

প্রশাসনিক ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জেলায় ১০ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙেছে ৪১ হাজারের বেশি। দক্ষিণ ২৪ পরগনায় নদীর বাঁধ ভেঙেছে ৫৬ কিলোমিটার। সব মিলিয়ে রাজ্যে ৬ কোটি ৭৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত।’’

পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি অত্যন্ত গুরুত্ব দেওয়ার কথা বলেন। মমতা বলেন, ‘‘আরও বেশি লোক নামিয়ে কাজ সারতে হবে। ১০০ দিনের কাজে স্থানীয়দের নিয়োগ করতে হবে। যেন তেন প্রকারে এখন স্বাভাবিক পরিস্থিতিতে ফেরাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)