রাজ্যে স্বাধীনতা দিবসের উদ‌্‌যাপন, রেড রোডে পতাকা তুললেন মুখ্যমন্ত্রী

রাজ্যে স্বাধীনতা দিবসের উদ‌্‌যাপনরাজ্যে স্বাধীনতা দিবসের উদ‌্‌যাপন, পতাকা তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জাস্ট দুনিয়া ব্যুরো: রাজ্যে স্বাধীনতা দিবসের উদ‌্‌যাপন হল করোনা আবহেই। শনিবার রেড রোডে সেই উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুখ্যসচিব রাজীব সিংহ, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা।

করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যে স্বাধীনতা দিবসের উদ‌্‌যাপন হলেও, জমায়েত যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করেছে প্রশাসন। রেড রোডের অনুষ্ঠানে সাধারণ দর্শককে ঢোকার কোনও অনুমতি দেওয়া হয়নি এ বার।


বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

নিরাপত্তার কারণে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। কর্তব্যরত পুলিশকর্মীরা যাতে দূরত্ব-বিধি বজায় রাখেন, সেই নির্দেশও দেওয়া হয়।

দেখুন রেড রোডের অনুষ্ঠান…

এ দিন সকাল ১০টা নাগাদ রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আধঘণ্টা ধরে ওই অনুষ্ঠান চলে। এ দিন চিকিৎসক, নার্স, পুলিশ, পুরকর্মী-সহ মোট ২৫ জন করোনাযোদ্ধাকে বিশেষ স্মারক দেওয়া হয়। তাঁদের হাতে ওই স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)