তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি

তৃণমূল ভবন থেকে

জাস্ট দুনিয়া ব্যুরো: তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন দলের উচ্চপদস্থ মিটিং এবং মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের ভবিষ্যৎ নিয়ে। এদিন তৃণমূল ভবনে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরের বেশ কিছু বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়। সেই মিটিংয়ে ছিলেন, সুব্রত মুখ্যপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি। এই মিটিংয়ে আলোচনার মূল বিষয় ছিল দলে ফেরার পর মুকুল রায়ের ভূমিকা কী হবে। অতীতে যে পদে তিনি ছিলেন এখন সেই পদ আলোকিত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি বাকি যাঁরা দল ছেড়ে আবার ফিরতে চাইছেন তাঁদের ফেরানো নিয়েও এই মিটিংয়ে আলোচনা হয়েছে। শুনুন কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়—

  • মঞ্চে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তাঁর সঙ্গে একই মঞ্চে উঠলেন মুকুল রায়।
  • রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সি, শুভ্রাংশু রায়।
  • মুকুল রায়কে স্বাগত জানিয়ে বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়, ঘোষণা করলেন তাঁর যোগদানের।
  • মুকুল রায় ও শুভ্রাংশু রায়কে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • মুকুল রায়কে ঘরের ছেলে বলে সম্মান দিলেন মমতা। মুকুল রায়ের গলায় সাড়ে তিন বছর পর ঘরে ফেরার আবেগ।
  • মুকুল রায়ের কাছে কঠিন সব উড়ে আসা প্রশ্ন নিজের দিকে টেনে নিলেন মমতা। এবং গদ্দারদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, তাঁদের দলে ফেরানো হবে না।
  • এদিন সংবাদ মাধ্যমকে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী, বেশ কয়েকজনের প্রশ্নের জবাবে তিনি বিজেপি মিডিয়াও বললেন।
  • মুকুলের সঙ্গে আমার কোনও মতবিরোধ ছিল না, ভয় দেখিয়ে মুকুলকে রাখা হয়েছিল, বলেন মমতা।
  • তৃণমূলে ফিরে মুকুল মানসিক শান্তি পাবে, বিজেপি একটি নির্দয় দল, মুকুল রায় কখনও ভোটে তৃণমূল বিরোধী কথা বলেনি, বলেন মমতা।
  • মুকুলের শরীরটাও খারাপ হয়ে গিয়েছে দেখছি, বলেন মমতা।
  • মুকুল রায়ের পদ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে যে দায়িত্ব আগে পালন করত তাই করবেন।
  • আমি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি থাকতে পারিনি বলে, এখন বাংলার যা পরিস্থিতি তাতে কেউ তৃণমূলে থাকতে পারবে না, বলছেন মুকুল রায়।
  • মুকুলের হাত ধরে যাঁরা বেরিয়ে গিয়েছিলেন তাঁরাও ফিরতে পারেন বলে ইঙ্গিত।
  • উঠেছে সারদা-নারদা প্রসঙ্গ। তাতে তৃণমূল জরিত ছিল না বলে জানিয়েছেন, মমতা।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)