গুরুদ্বারে মমতা বন্দ্যোপাধ্যায় মেলালেন বাংলার সঙ্গে পঞ্জাবকে, শুনুন

Mamata On Prophet Row

জাস্ট দুনিয়া ব্যুরো: গুরুদ্বারে মমতা বন্দ্যোপাধ্যায়-কে ঘিরে উত্তাল অবস্থা। কোনও রকমে ভিড় ঠেলে ঢুকলেন ভিতরে। সেখানে গিয়ে চাদর চড়ালেন। তিনি পৌঁছতেই সেখানে স্লোগান উঠল, ‘জো বোলে সো নিহাল’। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এর আগে আমি অনেকবার এই গুরুদ্বার এসেছি। পঞ্জাবের ইতিহাসে আমাদের বাংলার সঙ্গে জুড়ে রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত লিখেছিলেন তখন পঞ্জাব থেকে শুরু করেছিলেন, ‘পঞ্জাব-সিন্ধু-গুজরাতও মরাঠা’ তাই পঞ্জাব ছাড়া চলবে না।’’ আবারও স্লোগান উঠল, ‘জো বলে সো নিহাল’। উঠল দিল্লিতে কৃষক আন্দোলনের কথাও. তাতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। শুনে নিন আর কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়—

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)