ইয়াস নিয়ে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়, রাত জাগবেন তিনি

কার্যত লকডাউন বাড়ল রাজ্যে

জাস্ট দুনিয়া ব্যুরো:  ইয়াস নিয়ে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েদিলেন আজ থেকে রাজ্যের ঘূর্ণিঝড় সংক্রান্ত কন্ট্রোলরুমে রাত জাগবেন তিনি। সেখান থেকেই লক্ষ্য রাখবেন গোটা রাজ্যের দিকে। গোটা রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে রাজ্য সরকারে প্রতিনিধিরা। শুরু হয়ে গিয়েছে কাজ। মানুষকে সচেতন করা থেকে শুরু করে মানুষকে নিরাপত্তা দেওয়া, গত কয়েকদিনে এই ভূমিকাতেই দেখা গিয়েছে রাজ্যের নেতা-মন্ত্রীদের। ঘূর্ণিঝন ইয়াস এখন কড়া নাড়ছে দরজায়। যে কোনও সময় আছড়ে পড়তে পারে। তাই প্রস্তুত মুখ্যমন্ত্রী।

এদিন দুপুরে তিনি সাংবাদিক সম্মেলন করে মানুষকে সচেতন করার পাশাপাশি নিজেদের কর্মকাণ্ড সম্পর্কেও অবহিত করেছেন। মানুষকে ধৈর্য্য রাখতে বলেছেন। প্রকৃতির উপর কারও নিয়ন্ত্রণ নেই। তবে প্রকৃতির তাণ্ডব থেকে মানুষের পাশাপাশি বিভিন্ন ক্ষয়ক্ষতিকে কতটা আটকানো যায় সেটাই আসল লক্ষ্য। এদিন দুটো স্যাংবাদিক সম্মেলন করলেন তিনি। শুনে নিন কী বললেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সব জেলায় তৈরি হয়েছে হেলপ লাইন। যার তালিকা দেওয়া থাকল নিচে।

শুনে নেওয়া যাক প্রথম সাংবাদিক সম্মেলনে কী বললেন মুখ্যমন্ত্রী—

শুনে নেওয়া যাক দ্বিতীয় সাংবাদিক সম্মেলনে কী বললেন মুখ্যমন্ত্রী—

জেলার হেল্পলাইন নম্বরের তালিকা

কলকাতা: ৮৯০০৭-৯৩৫০৩/৮৯০০৭-৯৩৫০৪
দক্ষিণ ২৪ পরগনা: ০৩৩-২২১৪-৩৫২৬/০৩৩-২৪৪৮-৮০৫১/০৩৩-২৪৪৮-৮০৫২
উত্তর ২৪ পরগনা: ৯০৭৩৯৩৬৮২৩/৯০৭৩৯৪০০৩৯
পূর্ব মেদিনীপুর: ০৩২২৮২৬২৭২৮ এবং ৯০৭৩৯৩৯৮০৪
পশ্চিম মেদিনীপুর: ৬২৯৬০৬০৬৯৯ এবং ০৩২২২২৬৭৯৮৩
হাওড়া: ০৩৩-২৬৪১-৩৩৯৩/৯৪৩৩৯৩১৯৩২
হুগলি: ০৩৩-২৬৮১-২৬৫২
পুরুলিয়া: ৭৩৬৩০৯০৮০৬/ ৮৩৭৩৮০৮৭০৪/ ৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪/ ১৯১২১/ ১৮০০৩৪৫৩২১২
বাঁকুড়া: ০৩২৪২-২৫৭০২০/০৩২৪২-২৫৭০১০
ঝাড়গ্রাম: ০৩২২১-২৫৮২২৮/০৩২২১-২৫৭৯৫

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)