মোদীর শপথে মমতা যাচ্ছেন না, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ

Exit Polls Bengal

জাস্ট দুনিয়া ডেস্ক: মোদীর শপথে মমতা যাচ্ছেন না, শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তের কথাই ঘোষণা করলেন তিনি। বৃহস্পতিবার শপথ নিয়ে নরেন্দ্র মোদী দ্বিতীয় বার প্রধানমন্ত্রীর আসনে বসবেন। মঙ্গলবার সাংবিধানিক সৌজন্যের কথা বলে মমতা জানিয়েছিলেন, তিনি মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন। কিন্তু বুধবার দুপুরেই আচমকাই বাতিল করলেন শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়া। টুইট করে সে কথা জানিয়েও দেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী।

এ দিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানান, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে এখনও পর্যন্ত ‘তৃণমূলের সন্ত্রাসে’ খুন হওয়া ৫৪ জন বিজেপি কর্মীর পরিবারকে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে এর প্রতিবাদে সরব হন মমতা। তিনি টুইটারে লেখেন, বিজেপি শুধু মিথ্যা তথ্য দিচ্ছে তা-ই নয়, সৌজন্যের আবহ নষ্ট করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। তারই প্রতিবাদে মোদীর উদ্দেশে টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন না। বিরোধী নেতাদেরও অনেককে তিনি ব্যক্তিগত ভাবে তাঁর এই সিদ্ধান্তের কথা জানান।

টুইটে মমতা লেখেন, ‘অভিনন্দন নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমি ভেবেছিলাম শপথগ্রহণ অনুষ্ঠানের সাংবিধানিক নিমন্ত্রণ গ্রহণ করব। কিন্তু গণমাধ্যমে দেখতে পাচ্ছি, বিজেপি বলছে, বাংলায় রাজনৈতিক হিংসায় ৫৪ জন খুন হয়েছেন। এটি সর্বৈব মিথ্যা। বাংলায় কোনও রকম রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি। এই মৃত্যুগুলির পিছনে পারিবারিক বিবাদ, ব্যক্তিগত ঝগড়া ইত্যাদি থাকতে পারে। রাজনীতি নয়। আমি দুঃখিত নরেন্দ্র মোদীজি, এই কারণেই আমি আপনার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারছি না। এই অনুষ্ঠান গণতন্ত্রের পবিত্র উদ্যাপন। তার মর্যাদা হানি করে রাজনৈতিক পয়েন্ট বাড়ানোর জন্য নয়।’

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাল্টা প্রশ্ন তোলেন, সিঙ্গুর, নন্দীগ্রামের নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে ডাকতে পারেন, তা হলে তাঁরা কেন পারবেন না?

বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে বৃহস্পতিবারই পথে নামছেন তৃণমূল নেত্রী। নৈহাটিতে গিয়ে তিনি সত্যাগ্রহে বসবেন বলে তৃণমূল সূত্রে খবর এমনই।

‘অভিনন্দন নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমি ভেবেছিলাম শপথগ্রহণ অনুষ্ঠানের সাংবিধানিক নিমন্ত্রণ গ্রহণ করব। কিন্তু গণমাধ্যমে দেখতে পাচ্ছি, বিজেপি বলছে, বাংলায় রাজনৈতিক হিংসায় ৫৪ জন খুন হয়েছেন। এটি সর্বৈব মিথ্যা। বাংলায় কোনও রকম রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি। এই মৃত্যুগুলির পিছনে পারিবারিক বিবাদ, ব্যক্তিগত ঝগড়া ইত্যাদি থাকতে পারে। রাজনীতি নয়। আমি দুঃখিত নরেন্দ্র মোদীজি, এই কারণেই আমি আপনার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারছি না। এই অনুষ্ঠান গণতন্ত্রের পবিত্র উদ্যাপন। তার মর্যাদা হানি করে রাজনৈতিক পয়েন্ট বাড়ানোর জন্য নয়।’

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)