মেদিনীপুরে মমতা, শুভেন্দু প্রসঙ্গে একটি শব্দও বললেন না, সমর্থন কৃষক-আন্দোলনকে

মেদিনীপুরে মমতা

জাস্ট দুনিয়া ব্যুরো: মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন। কিন্তু, সেই সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী সম্পর্কে একটি শব্দও উচ্চারণ করলেন না। বক্তৃতায় এক বারই তাঁকে বলতে শোনা গিয়েছে, যদি কেউ মনে করে ব্ল্যাকমেল করবে, দর কষাকষি করবে, ভোটের সময় দলকে দুর্বল করবে, তা হবে না।

সোমবার মেদিনীপুরে মমতা কার্যত বিজেপি-র বিরুদ্ধেই সরব থাকলেন। হুঁশিয়ারি দিলেন, ‘‘কৃষি আইন বাতিল করো, নইলে বিজেপি ভারত ছাড়ো!’’ সেই সঙ্গে মমতার হুমকি, ‘‘বিজেপি আর তার বন্ধুদের বলছি, আগুন নিয়ে খেলবেন না!’’


বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

এ দিনের সমাবেশে ভিড় হয়েছিল ব্যাপক। পশ্চিম মেদিনীপুর তো বটেই, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম থেকেও তৃণমূল বিধায়কদের বড় অংশ হাজির ছিলেন। কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে দেশ জুড়ে বিরোধীদের যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, মমতা ইতিমধ্যেই তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এই প্রাক্-নির্বাচনী সমাবেশ থেকে তিনি আরও স্পষ্ট করে দেন যে, বিধানসভা ভোটের প্রচারে বিজেপিকে ‘কৃষক-স্বার্থবিরোধী’ বলে আক্রমণের মাত্রা বাড়িয়ে তুলবেন।

মেদিনীপুরে মমতা মঞ্চে এসেছিলেন ধানের ছরা, আলু, পিঁয়াজ, বেগুন, মূলোর মতো কাঁচা আনাজ নিয়ে। ধানের ছরা হাতে নিয়ে মমতা বলেন, ‘‘ধান হাতে শপথ করে বলছি, কৃষকের আন্দোলনের পাশে ছিলাম। পাশে আছি, থাকবও। সিঙ্গুর ভুলিনি, নন্দীগ্রাম ভুলিনি।’’

মঙ্গলবার নয়া কৃষি আইনের বিরুদ্ধে ভারত বন্‌ধের যে ডাক দেওয়া হয়েছে, তাকে নীতিগত ভাবে আগেই সমর্থন করেছে তৃণমূল। এ দিন মমতা বলেন, ‘‘সরকারে এসে কোনও বন্‌ধকে সমর্থন জানাইনি। এটা আমাদের নীতি। বন্‌ধ করে মানুষের রুটি-রোজগার বন্ধ করতে চাই না। তবে কৃষকদের কালকের আন্দোলনকে সম্পূর্ণ ভাবে সমর্থন জানাচ্ছি।’’ কৃষক আন্দোলনের সমর্থনে রাজ্যের সব ব্লকে আজ তৃণমূলকর্মীদের ধর্নাতে বসার কথাও তিনি বলেন।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

বিজেপির বিরুদ্ধে রাজ্যে ভোট করাতে ‘বহিরাগত’দের আনার অভিযোগে তৃণমূল নেতৃত্ব কিছু দিন ধরেই সরব। সেই প্রসঙ্গে এ দিন মমতার বক্তব্য, ‘‘বাইরের গুন্ডা নিয়ে এসে, বাংলা দখল করতে চাও? অত সস্তা নয়! বহিরাগতদের বাংলা দখল করতে আমরা দেবো না। বিজেপির ঔদ্ধত্য ভেঙে দেওয়ার জন্য আমার মা-বোনেরাই যথেষ্ট।’’ তিনি বলেন, ‘‘ওরা সরকার ভাঙছে, দল ভাঙছে, ঘর ভাঙছে, ভালবাসা ভাঙছে। অধিকারী-চ্যাটার্জি, বাউড়ি-বাগদিদের মতো বিভিন্ন স্তরে বিভাজন করছে। তবে বাংলায় এ সব করে লাভ হবে না।’’

মমতা সভা…