ধর্না তুললেন মমতা, এখনই গ্রেফতার নয়, শিলঙে সিবিআইয়ের মুখোমুখি হবেন রাজীব কুমার

ধর্না তুললেন মমতাধর্না তুলে নেওয়ার মুহূর্তে মঞ্চে মমতা এবং চন্দ্রবাবু

জাস্ট দুনিয়া ডেস্ক: ধর্না তুললেন মমতা, জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর নৈতিক জয় হয়েছে। এখন আর কলকাতায় নয়, আগামী ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি তিনি ধর্নায় বসবেন দিল্লিতে।

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের সরকারি বাসভবনে রবিবার সন্ধ্যায় সিবিআই হানা দিয়েছিল। যদিও কলকাতা পুলিশ সিবিআই আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু, পুলিশ কমিশনারের বাসভবনে সিবিআই হানা দেওয়ার প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিন পরে মঙ্গলবার সেই ধর্না তুলে নিলেন মমতা।

এ দিন ছিল ঘটনাবহুল একটি দিন। সকাল সাড়ে ১০টা নাগাদ সিবিআইয়ের করা মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দেন, এই মুহূর্তে রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। তবে সারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিভৃত কোনও জায়গায় জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। সেই মতো ঠিক হয় শিলঙে রাজীব কুমারের সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা।

আদালতের এই নির্দেশে নিজের নৈতিক জয় দেখেন মমতা। তিনি জানিয়ে দেন, আদালতে নৈতিক জয় এসেছে। ধর্না মঞ্চে তাই সকাল থেকেই ছিল খুশির হাওয়া। মমতা নিজেও ছিলেন বেশ ফুরফুরে মেজাজে। সারা দিন ওই মঞ্চে সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীরা গান-কবিতা শুনিয়েছেন। বিকালে সেই মঞ্চে এসে পৌঁছন তেজস্বী যাদব। পরে সন্ধ্যায় আসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।

মমতা আগেই জানিয়েছেন, এই ‘সত্যাগ্রহ’ তাঁর দলের একার নয়, সকলের। তাই সবার সঙ্গে কথা বলেই তিনি ধর্নার ভবিষ্যৎ নির্ধারণ করবেন। সেই মতো চন্দ্রবাবু আসার পর দু’জনে একান্তে বৈঠকে বসেন। সেই বৈঠক শেষে চন্দ্রবাবু জানিয়ে দেন, তিনি ২৩টি দলের প্রতিনিধি হিসাবে কলকাতায় এসেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে নৈতিক জয় এসেছে বলেই মমতাকে তিনি এই ধর্না তুলে নেওয়ার অনুরোধ করেন। সেই মতো এ দিন রাতেই ধর্না উঠে যায়।

ধর্নায় মমতা, তৃতীয় দিনে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে গোটা দেশ

এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে শৃঙ্খলাভঙ্গ এবং সার্ভিস রুল ভাঙার অভিযোগে রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। কারণ, রবিবার রাতে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে মমতার ধর্নাস্থলে দেখা যায়। মমতার পাশেই তিনি চেয়ার নিয়ে বসেছিলেন— এমন ছবিই দেখা গিয়েছিল সংবাদ মাধ্যমে। সেই ছবি দেখেই স্বরাষ্ট্র মন্ত্রক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে চিঠি পাঠিয়েছে। যদিও মমতা এ দিন ধর্না মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, রাজীব কুমার তাঁর ধর্না মঞ্চে কখনই আসেননি, বসেনওনি।

সিবিআই যে রাজীব কুমারের সঙ্গে কথা বলতে চায়, তা নিয়ে এর আগে গত তিন বছরে একাধিক বার তারা পুলিশ কমিশনারকে জানানোর চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা মামলা নিয়ে তদন্ত হচ্ছে। রবিবারের ঘটনাপ্রবাহ সুপ্রিম কোর্টে জানানোর পর আদালত এ দিন নির্দেশ দিয়েছে, রাজীব কুমারকে সহযোগিতা করতে হবে। সূত্রের খবর, এ দিন চিঠি দিয়ে সিবিআইকে রাজীব জানিয়েছেন তিনি আগামী ৮ ফেব্রুয়ারি শিলঙে কেন্দ্রীয় ওই সংস্থার গোয়েন্দাদের সঙ্গে কথা বলতে চান। সিবিআই যদিও জানিয়েছে, তারা তাদের সময় মতো রাজীবকে ফের ডেকে পাঠাবেন।

(জাস্ট দুনিয়ার পেসবুক পেজ দেখতে এখানে ক্লিক করুন)